কয়েক বছর ধরেই বন্ধ স্কুলের সরস্বতী পুজো! ফের চালুর দাবিতে প্রধান শিক্ষকের দ্বারস্থ অভিভাবকরা

বাংলা হান্ট ডেস্ক : হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আস্তে চলেছেন বিদ্যার দেবী ‘মাতা সরস্বতী’ (Saraswati Puja)। চলতি মাসের ১৪ তারিখ তারিখ বিদ্যার দেবীর আরাধনায় মাতবে গোটা রাজ্য। শুধু ব্যতিক্রম হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানের (Bardhaman) মঙ্গলকোট থানার পিন্ডিরা উচ্চ বিদ্যালয় (Pindira Uchcha Vidyalaya)। হয়ত এবারও ব্রাত্য থাকবে এই বিদ্যালয়টি। আর সেই কারণেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারস্থ হলেন অভিভাবকরা।

এইদিন পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে ফের একবার সরস্বতী পুজো চালু করার দাবিতে প্রধান শিক্ষকের দ্বারস্থ হলেন অভিভাবকরা। শনিবার এই বিষয়ে ১০ জনের একটি প্রতিনিধি দল স্কুলে একটি স্মারকলিপি জমা দিতে যান। অভিভাবকরা দাবি জানান, স্কুলে যেন পুনরায় সরস্বতী পুজো চালু করা হয়। পড়ুয়াদের যাতে অন্য কোথাও অঞ্জলী দিতে যেতে না হয় তার আর্জি জানিয়েছেন তারা।

সূত্রের খবর, ছয়ের দশকে স্থাপিত হয় মঙ্গলকোট থানার পিন্ডিরা উচ্চবিদ্যালয়। বিদ্যালয় সূচনার শুরুর থেকেই স্কুলে সরস্বতী পুজো হয়ে আসছে। তবে আজ থেকে কয়েক দশক আগে কোনও একটা কারণে পুজো বন্ধ হয়ে যায়। তারপর থেকেই বন্ধ হয়ে আছে পুজো। মাঝে অভিভাবকরা বিষয়টা নিয়ে গা না করলেও বর্তমানে তারা চাইছেন যাতে ফের একবার পুজো চালু করা যায়।

আরও পড়ুন : ‘এতদিনে পুলিশ সক্রিয় হয়েছে’, গল্পে নয়া টুইস্ট! ব্যারিকেড ভেঙে সন্দেশখালিতে মীনাক্ষীরা

20190210 095759

অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীরা পুজোর অঞ্জলী দিতে অন্য স্কুলে যায়। তাদের যাতে অন্য স্কুলে যেতে না হয় তার ব্যবস্থা করার জন্য আর্জি জানিয়েছেন অভিভাবকরা। যদিও এই বিষয়ে প্রধান শিক্ষক আসরাফুজ জামান চৌধুরী তেমন কোনও মন্তব্য করেননি। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টা নিয়ে স্কুল কমিটির মধ্যে আলোচনা করা হবে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর