গতকাল বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন যে করোনা ভাইরাসের কারণে এই বছর অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। আর সৌরভ গাঙ্গুলীর এমন মন্তব্যের পরে কার্যত সৌরভ গাঙ্গুলীকে একহাত নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এনসান মানি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বক্তব্যেকে পুরোপুরিভাবে সমর্থন করে নিলেন। কিন্তু তার বক্তব্যের মধ্যেও রয়েছে ধোঁয়াশার ছাপ।
গতকাল এশিয়া কাপ প্রসঙ্গে সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন যে, “সেপ্টেম্বর মাসে হতে চলা এশিয়া কাপ করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গিয়েছে। ডিসেম্বর মাসে একটা গোটা সিরিজ হতে পারে।” সৌরভ গাঙ্গুলির এই বক্তব্যের পরেই দাদার কথার কোন ওজন নেই বলে কটাক্ষ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিরেক্টর সামিমুল হাসান সৌরভ গাঙ্গুলির দাবিকে কটাক্ষ করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এনসান মানি জানিয়েছেন, “এই বছরের করোনার বিশ্বের সমস্ত দেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক, আর সেই কারণে ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত মানুষদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এশিয়া ক্রিকেট কাউন্সিল এই বছরের মত এশিয়া কাপ স্থগিত করে দিয়েছে। তারা আগামী বছর এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছে অর্থাৎ এর থেকে এটাই বোঝা গিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরেই কোন সঠিক খবর নেই।