বাংলা হান্ট ডেস্কঃ বলপূর্বক অপহরণ করা নির্যাতিতদের আন্তর্জাতিক দিবসে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে গোটা বিশ্ব জুড়ে প্রদর্শন হল। ব্রিটেনে অনেক প্রদর্শনকারীরা সংসদের বাইরে একত্রিত হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। অনেকে প্রধানমন্ত্রী বরিস জনসনের আবাসের বাইরে প্রদর্শন করেন। আরেকদিকে, কানাডার সিন্ধ, বালোচ আর পাখতুনখাঁর নির্যাতিতরা পাকিস্তানের নির্যাতনের কথা গোটা বিশ্বের সামনে তুলে ধরে।
https://twitter.com/IMAmirBaloch/status/1299045527506612227
কানাডার টরেন্টো শহরে বালোচ, সিন্ধি আর পাখতুনখাঁ সংগঠনের সদস্যরা সংযুক্ত রাষ্ট্র আর আন্তর্জাতিক মঞ্চকে পাকিস্তানে বলপূর্বক অপহরণ, জোর করে ধর্মপরিবর্তনের মামলা বন্ধ করার জন্য পাক সরকারকে চাপ দেওয়ার দাবি জানায়। বালোচ ইন্টারন্যাশানাল মুভমেন্ট, কানাডা পাখতুন কাউন্সিল, পাখতুন তহফুজ মুভমেন্ট আর ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেসের নেতারা পাকিস্তানি সেনাকে, বালোচিস্তান এবং সিন্ধে নির্যাতনকারী বলে আখ্যা দিয়েছে। লন্ডনে ব্রিটিশ সাংসদ আর পিম বরিস জনসনের আবাসের বাইরে সিন্ধি-বালোচ ফোরাম আর ফ্রি বালোচিস্তান মুভমেন্ট বালোচিস্তানে দমনকারী শাসনের বিরুদ্ধে প্রদর্শন করে।
Dr. @ZaffarBaloch of BNM addressing the joint protest held by BNM, PTM, World Sindhi Congress & Pashtun Council Canada on the eve of International Day of Victims of Enforced Disappearances, in #Toronto against #EnforcedDisappearances of Baloch, Pashtun & Sindhi people by Pakistan pic.twitter.com/CD3YatYLEF
— BNM (@BNMovement_) August 31, 2020
প্রদর্শনকারীরা বালোচিস্তানে জারি পাকিস্তানের অত্যাচারের কাহিনী গোটা বিশ্বের সামনে তুলে ধরেন। প্রতিবাদীরা বরিস জনসনের কাছে আবেদন করেন যে, উনি যেন বালোচিস্তানে হওয়া মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেন।
ব্রিটেন আর কানাডায় হওয়া প্রদর্শনে আন্তর্জাতিক সংগঠন গুলোর কাছে পাকিস্তানের সমর্থন তুলে নেওয়ার দাবি জানানো হয়। ব্যানার-পোস্টার নিয়ে কার্যকর্তারা জানায়, পাকিস্তানে হাজার হাজার নির্দোষ বালোচদের গ্রেফতার করা হয়েছে, এরপর তাঁদের আর কোনদিনও দেখা যায় নি। তাঁদের মধ্যে অনেকেই পুলিশের হেফাজতে প্রাণ হারিয়েছেন বলে জানান ওনারা। প্রতিবাদীরা আবেদন করেন যে, এই বিষয়ে তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হোক।
#USA: On the eve of International Day of Victims of Enforced Disappearances, BNM, Pashtun Tahafuz Movement and World Sindhi Congress held a joint protest in front of Pakistani Consulate in New York, against #EnforcedDisappearances of Baloch, Pashtun and Sindhi people by Pakistan. pic.twitter.com/4jEN68TlTE
— BNM (@BNMovement_) August 31, 2020
আমেরিকার নিউ-ইয়র্ক শহরেও রবিবার পাকিস্তানি দূতাবাসের সামনে প্রতিবাদীরা পাক সেনা আর পাক এজেন্সি দ্বারা সংখ্যালঘুদের অপহরণ করার বিরুদ্ধে প্রতিবাদ করে। এই প্রতিবাদ তাঁদের সমর্থনে ছিল, যাদের পাক এজেন্সি আর পাক সেনা গায়েব করে দিয়েছে। এই প্রতিবাদীদের মধ্যে সিন্ধি, বালোচ, পাখতুন আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা অংশ নিয়েছিলেন।