লটারির টিকিট বিক্রি করেই ফিরল ভাগ্য, ৮ কোটি টাকার বোনাস পেয়ে সবাইকে অবাক করে দিলেন বিক্রেতা

বাংলা হান্ট ডেস্ক: কার ভাগ্যে যে কি লেখা রয়েছে তা কেউই বলতে পারেন না। এমনকি, ভাগ্যের ফেরে রীতিমতো মুহূর্তের মধ্যেই কোটিপতি হয়ে যান অনেকে। এমতাবস্থায়, তাঁদের কোটিপতি হওয়ার ওই কাহিনি অবাক করে দেয় সবাইকেই। সেই রেশ বজায় রেখেই এবার ঠিক সেইরকমই এক ঘটনার প্রসঙ্গ সামনে এসেছে। যেখানে লটারির (Lottery) টিকিট বিক্রি করেই বিপুল অর্থের অধিকারী হয়েছেন একজন ব্যক্তি। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে।

জানা গিয়েছে, লটারির টিকিট বিক্রির মাধ্যমে ৮ কোটি টাকা বোনাস বাবদ পেয়েছেন ওই ব্যক্তি। তিনি পাওয়ারবল জ্যাকপটের টিকিট বিক্রি করছিলেন। এমতাবস্থায়, যিনি পাওয়ারবল জ্যাকপটের “লাকি” টিকিটটি কিনেছিলেন তিনি ১৬ হাজার কোটি টাকা জিতে যান। আর সেই কারণেই ওই টিকিট বিক্রেতা বোনাস বাবদ পেয়েছেন ৮ কোটি টাকার বিপুল মূল্য।

এই অবাক করা ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ক্যালিফর্নিয়ায় (California)। পাশাপাশি, যে ব্যক্তি এই বিপুল অর্থ লাভ করেছেন তাঁর নাম হল জোসেফ ছায়েড। তিনি ক্যালিফোর্নিয়ার আলতাদেনায় থাকেন। এই প্রসঙ্গে জোসেফ জানান যে, তিনি লটারির টিকিট বিক্রি করতে পছন্দ করেন। তবে, তিনি জানেন না যে ১৬ হাজার কোটি টাকার বেশি পুরস্কারটি কে জিতেছেন। তবে তিনি মনে করেন যে, কোনো স্থানীয় ব্যক্তিই এটি জিতেছেন।

এদিকে, বোনাস বাবদ ৮ কোটি টাকা পাওয়ার প্রসঙ্গে জোসেফ জানান যে, ওই অর্থ দিয়ে তিনি তাঁর সন্তানদের সাহায্য করবেন। তাঁর মতে, “আমার ছেলে দুই মাসের মধ্যে বাবা হবে, এটা নিয়ে আমি খুবই উত্তেজিত। আমরা তাঁর সন্তানের জন্মের পর বড়ভাবে উদযাপন করব।” জানা গিয়েছে, জোসেফ মোট ১০ টি শিশুর দাদু। আশির দশকে সিরিয়া থেকে আমেরিকায় আসেন তিনি। পাশাপাশি, জোসেফ সপ্তাহে সাত দিন কাজ করেন বলেও জানিয়েছেন।

WhatsApp Image 2022 11 11 at 2.24.25 PM 1

এখনও পর্যন্ত সবচেয়ে বড় পুরস্কার: অপরদিকে, ১৬ হাজার কোটি টাকা জেতার বিষয়টিকে এখনও পর্যন্ত লটারিতে জেতা সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত করা হচ্ছে। পাশাপাশি, এই ১৬ হাজার কোটি টাকা মোট ২ টি বিকল্পে নিতে পারবেন বিজয়ী। তিনি যদি একসাথে সমস্ত টাকা নেন, তবে তিনি প্রায় ৮ হাজার কোটি টাকা পাবেন। অন্যদিকে, তিনি যদি আগামী ২৯ বছরে কিস্তির মাধ্যমে অর্থাৎ ধাপে ধাপে এই টাকা নেন, তাহলে তিনি মোট ১৬,৬০০ কোটি টাকা পাবেন। এর আগে ২০১৬ সালে পাওয়ারবল জ্যাকপটে তিনজন মিলে ১৩ হাজার কোটি টাকার লটারি জিতেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর