বাংলা হান্ট ডেস্ক: বাসে কিংবা ট্রেনে যাতায়াতকালে অথবা শহুরে রাস্তায় জ্যামে দাঁড়ালে প্রায়শই হিজড়েদের (Transgender) পথচলতি সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নিতে দেখা যায়। এই ছবি আমাদের সকলের কাছেই পরিচিত। তবে, এবার এমন একটি ঘটনা সামনে এসেছে যেটি জানার পর রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনার।
মূলত, হিজড়ে সেজে টাকা আদায় করতে গিয়ে এবার চরম বিপাকে পড়লেন এক ব্যক্তি। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আসানসোলে বেশ কয়েকবছর যাবৎ হিজড়ে সেজে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। শুধু তাই নয়, বহাল তবিয়তে তিনি তোলাও তুলছিলেন বাস ও বাজার সহ বিভিন্ন জায়গায়। দীর্ঘদিন ধরে এইভাবেই নিশ্চিন্তে রোজগার করে গেলেও এবার আর শেষরক্ষা হলনা। তাঁর আসল সত্যটি সামনে এসে যায়।
পাশাপাশি, পুরো ঘটনাটি সম্পর্কে অবগত হয় আসানসোলের সংশ্লিষ্ট এলাকার হিজড়ে ইউনিয়ন। এরপরেই শুক্রবার ওই ব্যক্তির বিরুদ্ধে নেওয়া হয় গুরুতর পদক্ষেপ। ইউনিয়নের তরফেই রাস্তার মাঝেই রীতিমতো বিবস্ত্র করে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে।
শুধু তাই নয়, তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতেও। তবে, এতদিন যাবৎ হিজড়ে সেজে থাকা ওই ব্যক্তি কোথায় থাকেন সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। যদিও, পুলিশ অনুমান করছে যে জামুরিয়া থানার অন্তর্গত কোনো এলাকায় বাড়ি হতে পারে ওই “গুণধর” ব্যক্তির।
পাশাপাশি, জানা গিয়েছে যে এহেন কাজে ওই ব্যক্তি একাই যুক্ত নন। অর্থাৎ, তাঁর মতো এমন অনেকেই এই কাজ করে চলেছেন। সর্বোপরি, তাঁদেরও একটি ইউনিয়ন রয়েছে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, বর্তমানে সমগ্ৰ বিষয়টির তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে, এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই অবাকও হয়েছেন সকলেই।