বিরাট ঝুঁকি নিয়ে ইউক্রেন থেকে ভারতে ফেরালেন পড়ুয়াদের, মিশনের পিছনের ‘হিরো’কে চিনে নিন

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেনে আটকে পড়া ২৫০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে নিয়ে নিরাপদে দেশে ফিরলেন এয়ার ইন্ডিয়ার ভারতীয় পাইলট অঞ্চিত ভরদ্বাজ। রবিবার ভোরেই বুখারেস্ট থেকে এয়ার ইন্ডিয়ার AI 1942 ফ্লাইটটি পৌঁছায় দিল্লিতে।

এই বিপজ্জনক সফরটি সম্পর্কে বিমানের পাইলট ইন কমান্ড ক্যাপ্টেন অঞ্চিত জানিয়েছেন, পাকিস্তান সহ সমস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলারই সাহায্য করেছে ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে। রোমানিয়া থেকে দিল্লি, তেহরান থেকে পাকিস্তান সবার পূর্ণ সহায়তার জন্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতে পৌঁছাতে পেরেছেন বলে জানান তিনি।

ক্যাপ্টেন অঞ্চিত আরও জানিয়েছেন, ‘এই অভিযানটির সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হল পাকিস্তান কোনও কারণ জিজ্ঞেস না করেই পথ দিয়েছে আমাদের। এতে অনেকটা সময়ই বাঁচে।’ একই সঙ্গে তিনি আরও বলেন, ‘সাধারণত আমরা রোমানিয়ার উপর দিয়ে উড়ে যাই না। কিন্তু এবার বিষয়টি ব্যতিক্রম ছিল। আমি আনন্দিত যে সবার সমর্থন পেয়ে ওই পরিস্থিতির মধ্যেই নির্ধারিত সময়ে নিরাপদে মিশনটি সম্পুর্ণ করা সম্ভব হয়েছে।’

এদিন ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের ফেরাতে সেদেশে যায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। এই বিশেষ বিমানে ছিলেন ৫ জন পাইলট, ১৪ জন কেবিন ক্রু, ৩ জন বিমান প্রকৌশলী এবং ২ জন নিরাপত্তা কর্মী। বিমানটির নিরাপদে দেশে ফেরার দিকে সর্বোচ্চ শক্তি দিয়েই চেষ্টা চালায় ভারত। এই বিমানটির ক্যাপ্টেনের পদ দেওয়া হয় ভারতের অন্যতম সবচেয়ে ভালো পাইলট অঞ্চিতকে।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ইউরোপে চলতে থাকা ঝড়ের সময় হাত তুলে নিয়েছিল বিশ্বের অধিকাংশ বিমান সংস্থাই। কারও সাহস হয়নি ওই পরিস্থিতিতে বিমান ওড়াবার। কিন্তু সেবারেও নিরাপদে সফল ভাবে ল্যান্ডিং করে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন অঞ্চিত ভরদ্বাজ। স্যোসাল মিডিয়ায় তুমুল ভাইরালও হয় সেই ভিডিও। এবার আটকে পড়া ছাত্রছাত্রীদের ঘরে ফিরিয়ে দেশবাসীর কাছে কার্যতই ‘হিরো’ হয়ে উঠলেন তিনি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর