বাংলা হান্ট ডেস্কঃ গভীর রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। মন্দিরের গম্বুজের সঙ্গে ধাক্কায় বিধ্বস্ত প্রশিক্ষণার্থী বিমান। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু সিনিয়র পাইলটের। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
কী জানা যাচ্ছে? গভীর রাতে ১২টা থেকে ১টার মধ্যে দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে চৌরহাট (Churhat) থানার অন্তর্গত উমরি (Umri) গ্রামের এক মন্দিরের কাছে। সূত্রের খবর, মন্দিরের গম্বুজ ও বৈদ্যুতিক তারের সঙ্গে ধাক্কা লেগে বেসরকারি প্রশিক্ষণ সংস্থা প্লাটুন কোম্পানির বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনায় মৃত্যু হয় সিনিয়র পাইলট ক্যাপ্টেন বিমল কুমারের। বয়স হয়েছিল ৫৪ বছর। জানা গিয়েছে, তিঁনি বিহারের বাসিন্দা ছিলেন।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় অন্য পাইলটকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সঞ্জয় গান্ধী হাসপাতালে। চলছে চিকিৎসা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গভীর রাতে ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিটে পাইলট ক্যাপ্টেন বিমল কুমার জয়পুরের তাঁর এক ছাত্র সোনু যাদবকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময়েই ঘটে বিপত্তি। উড্ডয়নের পর মন্দিরের গম্বুজের সঙ্গে ধাক্কা লেগে প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পরে বিমানটি।
বিস্ফোরণের তীব্র শব্দ শুনে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে তড়িঘড়ি খবর দেয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। আহত দুজনকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র পাইলটের মৃত্যু হয়। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কালেক্টর ও ডিআইজি। তবে স্পষ্টভাবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। চলছে তদন্ত।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার