অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে দিনরাত্রি টেস্ট হলেও এই প্রথমবার এশিয়ার মাটিতে দিনরাত্রি টেস্ট ম্যাচ হতে চলেছে। তাও আবার পিঙ্ক বলে আর তাই ভারতীয় সমর্থকদের সাথে সাথে এই ম্যাচে অংশগ্রহণকারী অপর দেশ বাংলাদেশের সমর্থকরাও বেশ উৎসাহ এই ঐতিহাসিক ম্যাচ ঘিরে। এমনিতেই ভারতের বিরুদ্ধে ম্যাচে এক আলাদা উন্মাদনা দেখা যায় বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মধ্যে, তার ওপর এই টেস্ট ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই এই ম্যাচকে উপভোগ করতে তৈরি বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। ইতিমধ্যেই অনেক বাংলাদেশী ক্রিকেট প্রেমী কলকাতায় চলে এসেছেন যদি টিকিট পাওয়া যায় তাহলে তারা কলকাতার ইডেন গার্ডেন্সে বসেই ম্যাচ উপভোগ করবেন এবং বাংলাদেশকে সাপোর্ট করবেন।
বাংলাদেশের প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার জিয়াউর রহমান জানিয়েছেন যে দেশের মধ্যে বাংলাদেশের ম্যাচ থাকলে শত ব্যস্ততার মধ্যেও আমি মাঠে হাজির থাকি। আর ভারতের মাটিতে প্রথম টেস্টে ভারতের সাথে খেলবে বাংলাদেশ তাই পুরো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মধ্যে এক আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন বাংলাদেশ দলকে নিয়ে আশা করতে ভয় লাগে কিন্তু আমার বিশ্বাস এই বাংলাদেশ দলের ক্ষমতা রয়েছে কিছু একটা করে দেখানোর।
অপরদিকে আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত জানিয়েছেন ভারতে গিয়ে খেলা দেখার ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল ইডেন গার্ডেন্সে বসে নিজের দলকে সাপোর্ট করা। কিন্তু সেখানে গেলেও টিকিট পাওয়া যাবে না সেটা বোঝাই যাচ্ছে কারণ কলকাতা মানুষই টিকিটের জন্য হাহাকার করে বেড়াচ্ছেন। আর তাই কলকাতায় না গিয়ে টিভির সামনে থেকে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করব। এর থেকে এটাই বোঝা যাচ্ছে শুধুমাত্র ভারতবর্ষেই নয় বাংলাদেশেও এই ম্যাচ নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।