বাংলাহান্ট ডেস্কঃ ভাদ্র মাসের পূর্ণিমা অর্থাৎ ২০ শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই শুরু হচ্ছে পিতৃপক্ষ (pitru paksha)। আগামী ৬ ই অক্টোবর মহালয়ার পূণ্য তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে, শুরু হবে দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র মতে এই ১৫ দিন কিছু বিশেষ কাজ ভুলেও করা ঠিক নয়।
কথিত আছে, এই সময় হরিদ্বার, গয়া ইত্যাদি স্থানে গিয়ে পিণ্ডদান করলে পূর্বপুরুষরা তৃপ্তিলাভ করেন এবং প্রসন্ন হন। পিতৃপক্ষে পৃথিবীতে ফিরে আসেন পূর্বপুরুষরা এবং তাঁরা নাকি পরিবারের আশেপাশেই থাকেন। তাই শাস্ত্র মতে এই সময় বিশেষ কিছু কাজ করা একদমই উচিৎ নয়। জেনে নিন-
এই সময় সাত্ত্বিক খাবার খাওয়া এবং খুব সাধারণ জীবনযাপন করা উচিৎ।
এই সময় নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয়। আমিষ ভোজন, অ্যালকোহল পান থেকে দূরে থাকা উচিৎ।
এই সময় কলা পাতায় খাওয়া এবং ব্রাহ্মণদেরও কলা পাতায় ভোজন করালে, পূণ্য হয়।
এই সময় বিয়ে, বাগদান, কামানো, গৃহপ্রবেশ, নতুন কাপড়, বাড়ির জন্য গুরুত্বপূর্ণ জিনিস কেনাকাটি করা শুভ নয়।
এই সময় বাড়িতে আগত পশুপাখিকে তাড়িয়ে না দিয়ে, তাঁদের খাওয়ানো উচিৎ। মনে করা হয়, ওই রূপে পূর্বপুরুষরা তাঁদের বাড়িতে গিয়েছেন।
এই সময় শ্রাদ্ধ অনুষ্ঠান পালনকারী পরিবারের সদস্যদের ব্রহ্মচর্য পালন করা উচিৎ। দিনের বেলাতেই শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করা উচিৎ। পশুপাখিকে কষ্ট দেওয়া একদমই উচিৎ নয় এই সময়ে। লাউ, শসা, ছোলা, জিরা এবং সরিষার শাক ইত্যাদি খাওয়া উচিৎ নয় এবং চুল ও নখ কাটা উচিৎ নয়।