বাংলা হান্ট ডেস্কঃ ভয়াবহ বিমান দুর্ঘটনা আফগানিস্তানের গজনিতে। যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল তালিবান এলাকায়। সোমবার দুপুর ১টা ১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পূর্ব আফগানিস্তানে দুর্ঘটনাগ্রস্থ এই যাত্রীবাহী বিমানটিতে প্রায় ৮৩ জন ছিল বলে জানা গিয়েছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনও অবধি কত জনের মৃত্যু হয়েছে বা কত জন আহত হয়েছেন- সে বিষয়ে খবর পাওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তাও এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যান্ত্রিক গোলযোগের কারণে নাকি অন্য কোনও কারণে বিমানটি ভেঙে পড়ল , তা খতিয়ে দেখা হবে।
পূর্ব আফগানিস্তানের গজনি প্রদেশে দেহ ইয়াক জেলার উপর ভেঙে পড়ে বিমানটি। দ্য আরিয়ানা আফগান বোয়িং ৭৩৭-৪০০ বিমানেই দুর্ঘটনাটি হয়েছে বলে সূত্রের আরও খবর। ঠিক যেখানে বিমানটি ভেঙে পড়েছে সেই সাইটে তালিবানদের সদস্যরা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে।
ভেঙে পড়া ওই বিমান থেকে এই মুহূর্তে ব্যাপক আগুন বেরোতে শুরু করে। আফগানিস্তানের স্পেশ্যাল ফোর্সের কর্মীরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে।শেষ ২০০৫ সালে বড় দুর্ঘটনা ঘটেছিল আফগানিস্তানে। বিমানটি কাবুলের দিকে যাচ্ছিল। পাহাড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।