পুলিশ অর্জুন সিংয়ের সঙ্গে গুন্ডার মত আচরণ করছে, হিসেব বুঝে নেবঃ দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ পুলিশকে হুশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। শনিবার সাংবাদিক সম্মেলনে দিলীপবাবু বলেন, ‘একজন নির্বাচিত প্রতিনিধির সঙ্গে গুন্ডার মতো আচরণ করছে রাজ্য পুলিশ, ক্ষমতায় এলে সব হিসেব বুঝে নেব’।

শুক্রবার চিড়িয়ামোড়ে বারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের (arjun singh) গাড়ি আটকায় পুলিশ। অর্জুন সিংয়ের সঙ্গে থাকা বেশ কয়েকটি গাড়ি থামিয়ে পুলিশ তল্লাশিও শুরু করে।

134606 cojyzatcrb 1580269296

দিলীপবাবু বলেন, অর্জুন সিংয়ের দোষ তিনি বিজেপিতে এসেছেন। মনে রাখবেন তিনি নির্বাচিত প্রতিনিধি। তাঁর সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হয়েছে। পুলিশ গুন্ডার মতো ব্যবহার করেছে। মানুষ সব দেখছে। সব হিসেব নেব।

উল্লেখ্য, একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ।  বলেন, সৌর বিদ্যুত্ প্রকল্পে সরকারকে টাকা দিয়েছিল কেন্দ্র। তা কাজে লাগায়নি সরকার।

সরকারের কাটমানি ছাড়া কোনও কিছুতে আগ্রহ নেই। কোভিড রোগীদের চিকিত্সায় একাধিক অসংগতি রয়েছে। সরকার বলছে প্রচুর বেড আছে। কিন্তু কাজের সময় তা পাওয়া যাচ্ছে না। হিসাব না করে কোন্টেনমেন্ট জোন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন।

arjun 2

এছাড়াও করোনা মোকাবিলা নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেছেন দিলীপ ঘোষ। রাজ্যে করোনা আক্রান্তরা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি।

রাজ্য সরকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যা বেড থাকার কথা বললেও রোগীদের হয়রানি বেড়েই চলেছে বলে অভিযোগ দিলীপ ঘোষের।


সম্পর্কিত খবর