বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের মুখে হাওড়া (Howrah) থেকে বেআইনি অস্ত্র তৈরির কারখানার খোঁজ পেল হাওড়া পুলিশ। অভিযান চালিয়ে বড় সাফল্য মিলল পুলিশের। অস্ত্র তৈরির প্রচুর যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। হাওড়ার ব্যাঁটরা থানার কাঁটা পুকুর লেনের ঘটনা।
বাংলায় একদিকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এরই মধ্যে আবার হাওড়া থেকে বেআইনি অস্ত্র তৈরির কারখানার খোঁজ পেলেন হাওড়া সিটি পুলিসের গেয়েন্দারা। হাওড়ার ব্যাঁটরা থানার কাঁটা পুকুর লেনের একটি লেদে অভিযান চালিয়ে বড় সাফল্য মিলল পুলিশের।
জানা গিয়েছে, শঙ্কর হাজরা নামে এক ব্যক্তি ওই লেদের মালিক ছিলেন। এক একটি মেশিন ৩১০০ টাকা বাবদ ২ টি মেশিন ভাড়া দিয়েছিলেন প্রায় ৫ বছর আগে ৩ ব্যক্তিকে। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে ওই কারখানায় বন্দুক তৈরি হত। তিনি শুনে পুরো হতবাক হয়ে গিয়েছিলেন।
৭ এমএম (7 mm) পিস্তলসহ আরও নানা ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি হত সেই কারখানায়। গোপাল আদক, সুপ্রকাশ সামন্ত ও সাতকড়ি কুন্ডু নামে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতরা হাওড়ার উদয়নারায়ণপুরের সোনামুখী এলাকার বাসিন্দা।