বাংলা হান্ট ডেস্ক: ভারতবর্ষ এমনই একটি দেশ যেটি তার ঐতিহ্য, সম্প্রীতি এবং পরম্পরার জন্য সমগ্ৰ বিশ্বে এক অনন্য জায়গা তৈরি করেছে। পাশাপাশি, এই দেশে পরিলক্ষিত হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যও। বহু ধর্মের মানুষ এখানে বসবাস করে আসছেন যুগের পর যুগ ধরে। ভারতের প্রতিটি প্রান্তেই এই দৃশ্য দেখা যায়।
যদিও, বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় উষ্কানীমূলক ঘটনা একাধিকবার এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। তবে, এই আবহেও এমন কিছু ঘটনা আমাদের সামনে আসে যা এই প্রতিকূল পরিস্থিতিতেও প্রমাণ করে দেয় যে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে জয়গান সূচিত হয় মানবতারই।
পাশাপাশি, এই ঘটনাগুলি খুব সহজেই জিতে নেয় সকলের মন। সম্প্রতি সেইরকমই একটি ঘটনা সামনে এসেছে। এমনকি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে ঈদের আগে এক বেলুন বিক্রেতার কাছ থেকে সমস্ত বেলুন কিনে নিয়ে তাঁকে সাহায্য করলেন এক পুলিশ কর্মী।
এমনিতেই, সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা বিভিন্ন ভাইরাল ভিডিওর ভিড় দেখতে পাই। এমনকি, সেগুলি দেখতেও ভালোবাসেন সকলে। একাধিক কন্টেন্টের ভিডিও সেখানে মজুত থাকলেও মাঝে মাঝে এমন কিছু ভিডিও নেটমাধ্যমে উপস্থিত হয় যেগুলি খুব সহজেই পৌঁছে যায় মনের মণিকোঠায়। পাশাপাশি, ভিডিওগুলি দেখে আলাদাই এক শান্তি আসে মনে। এই ভিডিওটির ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাই ঘটেছে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ঈদের আগে এক বেলুন বিক্রেতার কাছ থেকে সমস্ত বেলুন কিনে নিয়ে সেখানে থাকা বাচ্চাদের মধ্যে তা বিতরণ করলেন কানপুরের এসিপি ত্রিপুরারি পান্ডে। এদিকে, তাঁর এই অভিনব উদ্যোগে রীতিমত ভিড় জমে যায় সেখানে। মনের আনন্দে বেলুনগুলিকে কিনে সেগুলি সবাইকে দিয়ে দেন ওই পুলিশ কর্মী।
মূলত, ওই বেলুন বিক্রেতা ঈদ উপলক্ষ্যে দ্রুত বাড়ি ফিরতে চেয়েছিলেন। কিন্তু, বেলুন বিক্রি না হওয়ায় বাড়ি যেতে পারছিলেন না তিনি। এমতাবস্থায়, তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন এসিপি ত্রিপুরারি পান্ডে। আর ওই কারণেই নিজেই সব বেলুন কিনে নেন তিনি। যার ফলে একমুহূর্তেই সমস্ত বেলুন বিক্রি হয়ে যায় ওই বিক্রেতার।
गुब्बारेवाला घर जाकर ईद मनाना चाहता था, शर्त बैलून बिकने की थी। बच्चों की ज़िद थी, ईद तो बैलून के साथ मनाएंगे। पुलिस ने बीच का रास्ता निकाला और गुब्बारे खरीदकर बच्चों को दिए। ईद मुबारक !!! ACP त्रिपुरारी पांडेय। #Kanpur #EidUlFitr #EidMubarak2022 @NBTLucknow pic.twitter.com/FeaeF1M1Nz
— Praveen Mohta (@MohtaPraveenn) May 3, 2022
এদিকে, এই ভিডিওটিই বর্তমানে তুমুল গতিতে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। ইতিমধ্যেই Praveen Mohta নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এই মন ভালো করা ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকসংখ্যা। ইতিমধ্যেই ২ লক্ষ ১০ হাজার জন ভিডিওটি দেখে ফেলেছেন। এদিকে, এই ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। শুধু তাই নয়, ঈদের আগে ওই পুলিশ কর্মী যেভাবে বেলুন বিক্রেতার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা দেখে তাঁকে কুর্ণিশ জানিয়েছেন সকলেই।