বন্ধ হবে Jio, Airtel-র মত টেলিকম কোম্পানীদের দাদাগিরি! বড় সিদ্ধান্ত নিল Trai

বাংলাহান্ট ডেস্ক : ট্রাই টেলিকম কোম্পানির জন্য এক বিশেষ অডিট করতে চলেছে। এই অডিটের মাধ্যমে এমএনপি অর্থাৎ মোবাইল নম্বর পোর্টেবিলিটির সকল নিয়ম মানা হয়েছে কিনা তাই দেখতে চাইছে ট্রাই।

ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার কাজই হলো ভারতের সমস্ত টেলিকম কোম্পানিগুলির উপর নজর রাখা। আর প্রয়োজনে বিভিন্ন বিষয়ে তাদের নির্দেশও দেয়।ভারতের সমস্ত টেলিকম কোম্পানিগুলি ২০২১ সালের ডিসেম্বরে যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, সেই নিয়ম অনুসারে চলছে কিনা তাই তদন্ত করে দেখতে চাইছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা।

প্রত্যেকটি টেলিকম কোম্পানিই নিজেদের গ্রাহক সংখ্যা বাড়াবার জন্য অসংখ্য সুবিধা দিত। যার কারণে অনেক গ্রাহকই মোবাইল নম্বর পরিবর্তন পদ্ধতিতে এক কোম্পানি থেকে অপর কোম্পানিতে চলে যেত। ২০২১ সালে ট্রাই এই আকর্ষনীয় সুবিধা দেওয়ার পদ্ধতিকেই বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ভারতের দূরসঞ্চার নিয়ামক সংস্থা জানিয়েছে যে গ্রাহকরা নম্বর পরিবর্তন করে অন্য কোম্পানিতে যেতে চাইছে তাদের জন্য আলাদা সুবিধা দেওয়া অনৈতিক। এটাতে পরিষ্কার যে অন্য রকম সুবিধা দেওয়া কোম্পানিগুলি অপর কোম্পানির ক্ষতিই করতে চাইছে।

ট্রাই-র এক আধিকারিক জানিয়েছেন, এবার ট্রাই নিজের এই নিয়মের উপর তদন্ত করবে। করা হবে অডিট। সেই অডিটেই স্পষ্ট হবে টেলিকম কোম্পানিগুলি সকল নিয়ম নেনে চলছে কিনা। তদন্ত শুরু হবে টেলিকম কোম্পানিগুলির বিরুদ্ধে। কোম্পানিগুলি নিজস্ব সুবিধা এবং তাদের ব্যবহারকারিদের দেওয়া সুবিধার মধ্যে কোনও তফাৎ আছে কিনা তাও দেখা হবে। যাদের অডিটে অসংগতি থাকবে বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

Untitled design 48 1

তিন বড় কোম্পানি জিও-ভোডাফোন- এয়ারটেলের উপরই বেশি নজর থাকবে ট্রাই-এর। এই তিন কোম্পানিই গ্রাহকদের নিজের দিকে আকর্ষণ করার জন্য অজস্র সুবিধা দিয়ে থাকে। এখন দেখার ট্রাই-র এই অডিটে কি ফলাফল সামনে আসে।

Sudipto

সম্পর্কিত খবর