আগেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে লিভারপুল। দুই নম্বর স্থানে নিজেদের নাম পাকা করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তবুও এখনো শেষ হয়নি প্রিমিয়ার লিগের লড়াই। দুই টপ পজিশন নিয়ে এই মুহূর্তে তিন দলের মধ্যে জোরদার টক্কর চলছে। চেলসি, লেস্টার সিটি এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর মধ্যে লড়াই চলছে। এই লড়াইয়ে কেউ জমি ছাড়বে না তার অন্যতম কারণ এই লড়াই পরের বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জনের জন্য।
দুটি স্পটের জন্য লড়াই তিনটি শক্তিশালী দলের। আর এই নিয়েই রবিবারের প্রিমিয়ার লিগ একেবারে জমজমাট। ভারতে রয়েছে অনেক ফুটবলপ্রেমী মানুষ। প্রিমিয়ার লীগের বেশিরভাগ ভক্তই ভারতীয়। আর তাই এই জমজমাট মুহূর্তে নিজেদের টিআরপি বাড়িয়ে নেওয়ার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তাই ভারতের বাজার আরও বাড়িয়ে নেওয়ার জন্য এক বিশেষ বুদ্ধি অবলম্বন করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ নিজেদের এই হাইভোল্টেজ ম্যাচের প্রচার করতে পুরোপুরি হবে নকল করল বলিউডের শাহরুখ খান এবং কাজল অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র জনপ্রিয় দৃশ্য। দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র সেই জনপ্রিয় দৃশ্য যেখানে ট্রেনে উঠার জন্য কাজল দৌড়াচ্ছেন এবং শাহরুখ খান তাকে হাত ধরে ট্রেনে তুলে নিচ্ছেন’ সেই দৃশ্য নকল করে নিজেদের লীগের প্রচার করল ইপিএল কর্তৃপক্ষ।