‘সরাতে হবে সভাপতিকে নাহলে আন্দোলন চলবে’,- রাস্তায় নামল বিজেপি সদস্যরা

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগণার পূর্ব জেলার সভাপতি পদে সুনিত দাসের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি (Bharatiya Janata Party) শিবির। তাদের দাবি, ২০১৪ সালে সে মানুষটা প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়েছে, বিজেপির পতাকা পা দিয়ে পাড়িয়েছে, সেই মানুষটাকে সকলে মিলে যখন পদ থেকে সরানো হল, তারপরও সেই লোকটাকে কেন আবারও সভাপতি পদে বসানো হল?

এদিন বেশ কয়েকজন বিজেপি সমর্থকরা জয়নগর লোকসভার সভাপতি সুনিত দাসের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়। রাস্তায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরের পতাকা হাতে নিয়ে সুনিত দাসের পদত্যাগের দাবি জানায়। তারা জানায়, এই সুনিত দাসকে সভাপতির পদ থেকে পদত্যাগ করিয়ে তারপর হরিকৃষ্ণ দত্তকে সেই জায়গায় বসানো হয়। কিন্তু সে উন্নতির বদলে শুধুমাত্র এলাকার মানুষের ক্ষতি করেছে বলে দাবি তাদের।

bkbvbv

এরপর একদিন সভাপতি পরিবর্তনের প্রসঙ্গ উঠতেই কোনকিছু ঠিক না করে আচমকাই সুনিত দাসকে আবারও সভাপতি পদে বসান হয়। এই মুহূর্তে বিজেপি সদস্যদের অভিযোগ, সবকিছু জানা সত্ত্বেও কেন এই ‘চোর’টাকে আবারও সভাপতি পদে বসানো হল? ২০১৪ সালে লোকসভার টাকা তছনছ করেছে, শুধুমাত্র বুথে বুথে ৫০ টা করে ঝাণ্ডা দিয়ে ছেড়ে দিয়েছে, সেই লোকটাকে শুধুমাত্র টাকার জন্য কেন আবারও তাঁকে সভাপতির আসনে বসানো হল? তাই এই সুনিত দাসকে যতক্ষণ না তারা এই পদ থেকে সরাচ্ছে, ততক্ষণ তারা তাদের এই প্রতিবাদ জারি রাখবে বলেও জানিয়েছেন। এমনকি জেলা জুড়ে আন্দোলনের দাবি জানিয়েছে তারা।

সেইসঙ্গে তারা আরও জানিয়েছে, ‘সুনিত দাস কোন কাজ করছে না। ওকে আমরা চাইছি না। তাই জেলায় কোন ভালো একজন প্রার্থী দাঁড়াক- সে মহিলা বা পুরুষ যে কেউ হতে পারে, তাঁকে মানুষের জন্য কাজ করতে হবে, সংগঠনের জন্য কাজ করতে হবে, তাহলে আমরা তাদের পাশে থাকব। প্রধানমন্ত্রীর মত ভালো কাজ করতে হবে। সৎ আর সততা নিয়ে যে কাজ করবে, একরকম ব্যক্তি আমরা চাইছি। যতদিন না সুনিত দাস রয়েছে, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর