ফের ঝটকা খাবেন গ্রাহকরা! এবছরও বাড়বে মোবাইলের রিচার্জ রেট! দিতে হবে ১২ শতাংশ বেশি দাম

বাংলা হান্ট ডেস্ক: ২০১৬ সালে Jio আসার পর ভারতের টেলিকম সংস্থাগুলিতে বিপুল পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এর আগে টকটাইমের ভিত্তিতে বিভিন্ন কোম্পানিগুলি রিচার্জ প্ল্যান উপলব্ধ করলেও Jio বাজারে প্রবেশ করার পর কার্যত বিপ্লব ঘটে যায়। ঠিক তারপর থেকেই রীতিমতো ফ্রি ডেটা প্ল্যান এবং ফ্রি কলিংয়ের সুবিধা পেতে থাকেন গ্রাহকেরা। এমতাবস্থায়, অন্যান্য টেলিকম সংস্থাগুলির কাছেও গ্রাহকদের কথা মাথায় রেখে বাধ্য হয়ে আনতে হয় বিভিন্ন আনলিমিটেড প্ল্যান।

এমনকি, কিছু কিছু ক্ষেত্রে Jio-এর দেখাদেখি Airtel এবং Vodafone-Idea-ও গ্রাহকদের বিনামূল্যে পরিষেবা দিতে থাকে। যদিও, এখন সেই “ফ্রি”-র সুবিধা আর নেই। বরং প্রতি বছরই টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানগুলিকে ব্যয়বহুল করে চলেছে। আর যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ ক্রেতারা। এমনকি জানা গিয়েছে যে, Jio, Airtel এবং Vodafone-Idea ফের একবার বাড়াতে চলেছে তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম।

এই প্রসঙ্গে একটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, Jio, Airtel এবং Vodafone-এর মতো বেসরকারি সংস্থাগুলি চলতি বছরের দীপাবলির মধ্যেই তাদের প্রি-পেইড প্ল্যানগুলিকে ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত ব্যয়বহুল করতে পারে। অর্থাৎ, এখন যদি কোনো প্ল্যানের দাম ১০০ টাকা হয়, তাহলে নতুন এই দাম বৃদ্ধির ফলে সেটির দাম হয়ে যাবে ১১২ টাকা।

পাশাপাশি, মনে করা হচ্ছে যে, ট্যারিফ প্ল্যানগুলির এই দাম বৃদ্ধিতে কোম্পানিগুলি বিরাট লাভবান হবে। শুধু তাই নয়, ওই দাম বৃদ্ধির ফলে ব্যবহারকারী প্রতি তাদের গড় আয়ও (ARPU) ১০ শতাংশ বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির পরে, Airtel, Jio এবং Vi-এর ARPU হবে যথাক্রমে ২০০ টাকা, ১৮৫ টাকা এবং ১৩৫ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই Airtel-এর ARPU-কে ২০০ টাকায় নিয়ে আসতে শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিলেন সংস্থার CEO গোপাল ভিট্টল।

vi jio airtel

Jio এই এলাকার গ্রাহকদের চার দিনের জন্য বিনামূল্যে ডেটার সুবিধে দিচ্ছে:
জানা গিয়েছে যে, Jio তার আসামের গ্রাহকদের চার দিনের জন্য বিনামূল্যে ডেটা এবং মেসেজ সহ প্রতিদিন ১.৫ জিবি ডেটা দেওয়ার ঘোষণা করেছে। আসামে বৃষ্টির কারণে সৃষ্ট প্রবল বন্যার পরে Jio এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত, আসামের দিমা হাসাও, কার্বি অ্যাংলং ইস্ট, কার্বি অ্যাংলং ওয়েস্ট, হোজাই এবং কাছার সহ বেশ কয়েকটি জেলায় বসবাসকারী বাসিন্দারা Jio-র একটি “কম্পলিমেন্টরি প্ল্যান” পাবেন যেটির সাহায্যে তাঁরা চারদিনের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর