বাড়ি বানানোর জন্য সুবর্ণ সুযোগ! সরকারি হস্তক্ষেপে এবার দাম কমেছে সিমেন্ট এবং লোহার

বাংলা হান্ট ডেস্ক: বৃষ্টির কারণে বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি, চেন্নাই (Chennai) এবং ব্যাঙ্গালোরের (Bangalore) মতো শহরগুলিতেও এবার বৃষ্টির কারণে জল জমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে নির্মাণ কাজে। এমতাবস্থায়, নির্মাণ কাজ কমে যাওয়ায় সিমেন্ট এবং রডের মতো উপকরণের দামও কমেছে। মূলত, সরকারি হস্তক্ষেপে দাম কমেছে লোহার। গত দেড় মাসে রডের দাম প্রায় ৬,০০০ টাকা পর্যন্ত কমেছে। শুধু তাই নয়, এই মুহূর্তে দেশের একাধিক শহরে লোহার দাম টন প্রতি ৫০ হাজার টাকায় নেমে এসেছে।

সরকারের এই সিদ্ধান্ত স্বস্তি দিয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সরকার সম্প্রতি ইস্পাতের ক্ষেত্রে রপ্তানি শুল্ক বাড়িয়েছে। যে কারণে দেশীয় বাজারে ইস্পাতের দাম ব্যাপকভাবে কমে গেছে। এছাড়, দেশের বিস্তীর্ণ অংশে তুমুল বর্ষণের কারণে নির্মাণকাজ কমে যাওয়ায় চাহিদার ওপরেও প্রভাব পড়েছে। এদিকে, গত মার্চ-এপ্রিল মাস নাগাদ লোহার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। যদিও, এরপরে সেই দামে তীব্র পতন পরিলক্ষিত হয়েছে। কিন্তু গত জুন মাস থেকে আবারও দাম বাড়তে থাকে।

এখন এত সস্তা দাম: এই প্রসঙ্গে ইস্পাত মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, এপ্রিলের শুরুতে TMT বারগুলির খুচরো মূল্য ছিল প্রতি টনে প্রায় ৭৫ হাজার টাকা। যা গত ১৫ জুন টন প্রতি প্রায় ৬৫ ​​হাজার টাকায় নেমে আসে। খুচরো বাজার অনুসারে, এপ্রিল মাসে একবার লোহার দাম টন প্রতি ৮২ হাজার টাকায় পৌঁছেছিল। যা এখন কমে ৫০ থেকে ৫৫ হাজার টাকা হয়েছে। এছাড়াও, স্থানীয় TMT বারের পাশাপাশি গত কয়েক মাসে ব্র্যান্ডেড TMT বারের দামও ব্যাপকভাবে কমেছে। ২০২২ সালের মার্চ মাসে, ব্র্যান্ডেড TMT বারগুলির দাম প্রতি টনে ১ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছেছিল। যা এখন  ৮০ থেকে ৮৫ হাজার টাকায় নেমে এসেছে।

দেশের বিভিন্ন শহরেও পরিলক্ষিত হয়েছে দামের পার্থক্য: ভারতের প্রধান প্রধান শহরগুলিতে, এই দামের পরিপ্রেক্ষিতে পার্থক্য দেখা গিয়েছে। জানা গিয়েছে, গত দেড় মাসে কানপুর এবং মুজাফফরনগরে TMT বারের দাম দ্রুতহারে কমেছে। গত দেড় মাসে এই দুই শহরে বারের দাম টন প্রতি ৫ হাজার ৮০০ টাকা কমেছে।

download 48

পাশাপাশি, এই মুহূর্তে দেশের সবচেয়ে সস্তা TMT বার পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর এবং কলকাতায়। যেখানে এর সর্বশেষ দাম হল ৫০ হাজার টাকা প্রতি টন। অপরদিকে, উত্তরপ্রদেশের কানপুরে এই দাম সবচেয়ে বেশি। সেখানে TMT বার বর্তমানে প্রতি টনে ৫৬ হাজার টাকা দামে পাওয়া যাচ্ছে। এছাড়াও, দাম কমেছে সিমেন্টেরও। বর্তমানে প্রতি বস্তায় সিমেন্টের দাম কমেছে প্রায় ৬০ টাকা। পূর্বে এই দাম ৪৩৫ টাকায় পৌঁছে গেলেও এখন তা প্রতি বস্তায় ৩৮০ টাকায় নেমে এসেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর