বাংলাহান্ট ডেস্ক : আজ আগস্ট মাসের প্রথম দিনেই দেশে আসছে একাধিক বদল। একদিকে সস্তা হলো রান্নার বাণিজ্যিক গ্যাস অপর দিকে আয়কর (Income Tax) রিটার্নিং জমা দিলে হতে পারে জরিমানাও। জানা যাচ্ছে, ১৯ কেজির রান্নার বাণিজ্যিক গ্যাসের (Commercial Cylinder) দাম হয়েছে ১৯৭৬.৫০ টাকা। আগের মাসে এই ১৯ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ২০১২.৫০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৩৬ টাকা কমলো রান্নার গ্যাসের দাম।
আজ থেকেই রাজধানী দিল্লিতে ১৯ কেজি রান্নার গ্যাসের দাম পড়বে ১৯৭৬.৫০ টাকা। কলকাতাতে রান্না গ্যাসের দাম বরাবরই একটু বেশি। শহরে ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হবে ২০৯৫.৫০ টাকা। মুম্বাইতে এই একই সিলিন্ডার পাওয়া যাবে ১৯৩৬.৫০ টাকা এবং, চেন্নাইতে ২১৪১ টাকায়। অপর দিকে দাম বেড়েছে গৃহস্হালির রান্নার গ্যাসের। ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম দিল্লি ও মুম্বাইতে ১০৫৩ টাকা এবং কলকাতায় ১০৭৯ টাকা। চেন্নাইতে এই গ্যাস পাওয়া যাবে ১০৬৮.৫০ টাকায়।
এবার থেকে আয়কর রিটার্ন জমা দিলে জরিমানা হবে ৫০০০ টাকা। আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ছিল। তাই লেট ফাইন হিসাবে আয়করের সঙ্গে জমা দিতে হবে ৫০০০ টাকা। যাদের আয় বছরে ৫ লক্ষ টাকার কম, তাদের জরিমানা বাবদ ১০০০ টাকা ধার্য করা হয়েছে বলে জানা গেছে। যাদের বার্ষিক রোজগার ৫ লক্ষের থেকে বেশি তাঁদের জরিমানা হবে ৫০০০ টাকা।
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় আসতে গেলে কেওয়াইসি অবশ্যই দরকার বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে, ৩১ জুলাই এর মধ্যে যারা কেওয়াইসি সংযুক্ত করে নি তাঁরা এই প্রকল্পের ১২তম কিস্তির টাকা পাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অর্থ দফতর।