বাংলাহান্ট ডেস্কঃ প্রতি মাসের শুরুতেই কিংবা প্রথম দিনই গ্যাসের দাম (lpg cylinder) হ্রাস বা বৃদ্ধি পেয়ে থাকে। তবে বিগত কয়েক মাস ধরে হ্রাস পাওয়া তো দুরস্তর, ক্রমাগত উর্দ্ধমুখী হয়েই চলেছে গ্যাসের দাম। রান্নার গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস সবকিছুর দামই আকাশছোঁয়া।
তবে এই পুজোর মরশুমে কিছুটা হলেও স্বস্তি পেল মধ্যবিত্ত। নতুন মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও, একই জায়গায় বহাল থাকল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায়, পুজোর মুখে বাইরের খাবারের দাম অনেকটাই বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮০৫.৫০ টাকা। আর দিল্লীতে এই গ্রাসের দাম হয়েছে ১৭৩৬.৫০ টাকা। অন্যদিকে, ১৪ কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম গৃহস্থের রান্নার গ্যাসের দাম রয়েছে ৯১১ টাকা। তবে গ্যাসের দাম যতই বাড়ুক না কেন, ভর্তুকি সেই ১৯ টাকাতেই আটকে রয়েছে।
তবে মধ্যবিত্তের হেঁশেলের আগুনের আঁচ না বাড়লেও, বাড়তে পারে বাইরের খাবারর মূল্য। পুজোর মরশুমে বাইরের খাবার খেতে গিয়ে তাই কিছুটা চিন্তায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে।