বাংলাহান্ট ডেস্কঃ সকাল হওয়ার আগেই আবারও একপ্রস্থ বাড়ল রান্নার গ্যাসের দাম (cooking gas price)। রবিবার মধ্যরাতেই আবারও বাড়ল ২৫ টাকা। ঠিক যেন বিনা মেঘেই বজ্রপাত হল মধ্যবিত্তের মাথায়। এই নিয়ে আড়াই মাসের মাথায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল ২২৫ টাকা।
মাস শেষ হতে না হতেই সকালে ঘুম ভাঙার আগেই রান্নার গ্যাসের দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। এখন আশঙ্কা হচ্ছে, এখানেই ক্ষান্ত হবে কেন্দ্র? নাকি আবারও বাড়াবে গ্যাসের দাম?
গ্যাসের দাম বাড়ালেও, অন্যদিকে ভর্তুকিও তলানিতে এসে ঠেকছে। সবদিক থেকেই বিপাকে পড়েছে মধ্যবিত্তের হেঁশেল। গ্যাস জ্বালালেও বিপদ, আবার না রান্না করলে খাবে কি? নির্বাচনের আগে গ্যাসের দামের এই লাগাতার বৃদ্ধিতে ভোটব্যাঙ্কে কিছুটা প্রভাব পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
গতবারে ২৫ টাকা বৃদ্ধি পাওয়ার পর নতুন মাস পড়তে না পড়তেই আবারও বাড়ল ২৫ টাকা। রবিবার মধ্যরাতে নতুন দাম নির্ধারণ হওয়াতে, সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। কেন এইভাবে ক্রমাগত বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, সে সম্পর্কে একেবারে নির্বাক দর্শকের ভূমিকায় রয়েছে কেন্দ্র। তবে ধারণা করা হচ্ছে, বিশ্ব বাজারে গ্যাসের উৎপাদন এবং গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই গ্যাসের দামের এই বাড়বাড়ন্ত।
জানিয়ে রাখি- ১ লা মার্চ থেকেই ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের নতুন দাম পড়ছে কলকাতায় ৮৪৫.৫০ টাকা, যা রবিবার মধ্যরাতে ২৫ টাকা বৃদ্ধির পর এই দাম দাঁড়িয়েছে। আর অন্যদিকে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৯৭.৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮১.৫০ টাকা। তবে বর্তমানে দাম বৃদ্ধির পর ভর্তুকির পরিমানের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।