টানা তিন দিন যাবৎ সোনা ও রূপোর দাম ক্রমশ উর্ধ্বমুখী! ১০ গ্রাম সোনার মূল্য পৌঁছে গিয়েছে এত টাকায়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে সোনা-রূপোর দামে (Gold-Siver Price) লাগাতার উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। গত নভেম্বর মাসে ১০ গ্রাম সোনার দাম ২,৬০০ টাকা বাড়লেও ডিসেম্বরে এখনও পর্যন্ত তা ১,৫০০ টাকা বেড়েছে। একইভাবে ডিসেম্বরের প্রথম ২০ দিনে রুপোর দাম বেড়েছে ৫,০০০ টাকারও বেশি। এমতাবস্থায় টানা তৃতীয় দিন সোনা ও রুপোর দামে বৃদ্ধি দেখা গিয়েছে। মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং বুলিয়ন মার্কেট উভয় ক্ষেত্রেই বুধবার দামের উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে।

রূপোর দাম পৌঁছেছে ৭০ হাজারের কাছাকাছি: মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (MCX) বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ রূপোর দাম ৪২ টাকা বেড়ে ৬৯,৬৮৪ টাকায় পৌঁছেছে। পাশাপাশি, সোনার দাম ৪৩ টাকা বেড়ে হয়েছে ৫৪,৮৯৮ টাকায়। এর আগে সেশনের শুরুতে, সোনা প্রতি ১০ গ্রামে ৫৪,৮৯৮ টাকা এবং রুপো প্রতি কেজিতে ৬৯,৬৪২ টাকায় বন্ধ হয়েছিল। চলতি বছর রীতিমতো রেকর্ড স্তরে পৌঁছেছে সোনা ও রূপোর দাম।

বুলিয়ন বাজারে ব্যাপক বৃদ্ধি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বুধবার বুলিয়ন বাজারেও সোনা ও রুপোর দামে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। মঙ্গলবার ক্রমশ উর্ধ্বমুখী স্তরে বন্ধ হওয়া বুলিয়ন বাজার বুধবারও গতি পেয়েছে। এই প্রসঙ্গে ইন্ডিয়া বুলিয়নস অ্যাসোসিয়েশনের (https://ibjarates.com) প্রকাশিত দাম অনুসারে জানা গিয়েছে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ২০০ টাকা বেড়ে ৫৪,৭০৪ টাকা হয়েছে।

পাশাপাশি, রুপোর দামে বিরাট বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায় এটি ৬০০ টাকারও বেশি বৃদ্ধি পেয়ে প্রতি কেজিতে ৬৮,৪৭১ টাকায় পৌঁছেছে। একইভাবে, ২৩ ক্যারেট সোনার দর ১০ গ্রাম প্রতি ৫৪,৪৮৫ টাকা, ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,১০৯ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দর প্রতি ১০ গ্রামে ৪১,০২৮ টাকায় পৌঁছেছে।

silver gold price on 1 st december in kolkata

প্রসঙ্গত উল্লেখ্য যে, কোভিড মহামারীর প্রথম ঢেউয়ের প্রকোপ কিছুটা কমে যাওয়ার পরে ২০২০ সালের আগস্টে সোনা ৫৬,২০০ টাকার স্তরে পৌঁছেছিল। যদিও বর্তমান সময়ে সোনার যা দাম চলছে সেটিও চলতি বছরে রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। গত ১৪ ডিসেম্বর, ২০২২-এ, বুলিয়ন বাজারে সোনা ৫০০ টাকা বেড়ে ৫৪,৪৬২ টাকায় পৌঁছে যায়। এমতাবস্থায়, ২১ ডিসেম্বরের রেট হল ৫৪,৭০৪ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর