মিস করবেন না এই সুযোগ! ফের সস্তা হল সোনা-রূপো, ১০ গ্রামের জন্য করতে হবে এত খরচ

বাংলা হান্ট ডেস্ক: কয়েকদিন আগেই সোনা-রূপোর দাম (Gold-Silver Price) একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। তবে, বর্তমানে এই দামে ফের পতন পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ, আগের তুলনায় সস্তা হয়েছে এগুলি। এমতাবস্থায় আজ সপ্তাহের শেষ লেনদেনের দিনে বুলিয়ন মার্কেট (Bullion Market) এবং মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে (Multi Commodity Exchange) সোনা এবং রুপোর দামে পতন ঘটেছে।

MCX-এ সোনা ও রুপোর দামে পতন: জানিয়ে রাখি যে, বৃহস্পতিবার সোনা ও রুপোর দামে কিছুটা উর্ধ্বগতি দেখা যায়। তবে, শুক্রবার মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে এই দামে পতন ঘটেছে। এমতাবস্থায়, শুক্রবার, সোনার দর ২৩২ টাকা কমে গিয়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৩২০ টাকায় দাঁড়িয়েছে।

অপরদিকে, রুপোর দর প্রতি কেজিতে ৩৮৬ টাকা হ্রাস পেয়ে ৭৫,১৬৩ টাকার স্তরে রয়েছে। উল্লেখ্য যে, এর আগে গত বৃহস্পতিবার মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জে সোনা ৫৯,৫৫২ টাকা এবং রূপো প্রতি কেজিতে ৭৫,৪৪৯ টাকায় বন্ধ হয়েছিল।

বুলিয়ন বাজারেও দাম কমেছে: জানিয়ে রাখি যে, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) দ্বারা বুলিয়ন বাজারের হার প্রতিদিন জারি করা হয়। এমতাবস্থায়, শুক্রবার https://ibjarates.com ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের মূল্য ৫৯,৬১০ টাকায় নেমে এসেছে।

এদিকে, রুপোর দামও প্রায় ৯০০ টাকা কমে গিয়ে প্রতি কেজিতে ৭৪,৮৪১ টাকায় দাঁড়িয়েছে। তবে, গত বৃহস্পতিবারের দর অনুযায়ী, সোনা প্রতি ১০ গ্রামে ৫৯,৮৬৩ টাকা এবং রুপো প্রতি কেজিতে ৭৫,৭৬৮ টাকায় বন্ধ হয়েছিল।

The price of gold and silver has fallen again

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবারের দর অনুযায়ী, ২৩ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৯,৬২৩ টাকা, ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৫৪,৮৩৫ টাকা এবং ২০ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৪৪,৭০৭ টাকা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর