এবার লাফিয়ে বাড়ল LPG সিলিন্ডারের দাম! কেনার আগে জেনে নিন নতুন রেট

বাংলা হান্ট ডেস্ক: এবার অয়েল মার্কেটিং কোম্পানিগুলি কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম ৭ টাকা বাড়িয়েছে। এদিকে, এই দাম বৃদ্ধির পরে রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ১,৭৭৩ টাকা থেকে বেড়ে ১,৭৮০ টাকায় পৌঁছে গিয়েছে।

এমতাবস্থায়, আমাদের রাজ্যেও এই দাম বৃদ্ধির প্রভাব পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৮৭৫.৫০ টাকা থেকে বেড়ে ১,৮৮২.৫০ টাকা হয়েছে। এদিকে, মুম্বাইতে বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ১,৭৩২ টাকা। যা আগে ছিল ১,৭২৫ টাকা।

পাশাপাশি, চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৯৩৭ টাকা থেকে বেড়ে ১,৯৪৪ টাকা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে গত জুনে বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ৮৩ টাকা এবং গত মে মাসে ১৭২ টাকা কমানো হয়েছিল।

ঘরোয়া LPG সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি: উল্লেখ্য যে, আপাতত ঘরোয়া LPG সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। যার ফলে দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাইয়ে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম একই রয়েছে। দিল্লিতে এই দাম রয়েছে ১,১০৩ টাকা, কলকাতায় হল ১,১২৯ টাকা, মুম্বাইতে ১,১০২.৫০ টাকা এবং চেন্নাইতে ১,১১৮.৫০ টাকা।

জানিয়ে রাখি যে, দেশে ঘরোয়া LPG সিলিন্ডারের দামে সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল এক বছর আগে। সেই সময়ে ১৪ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। এরপর আর সেই দামের কোনো পরিবর্তন করা হয়নি। এমতাবস্থায়, চলুন জেনে নিই দেশের অন্যান্য শহরে এই গ্যাসের দাম ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে।

১. নয়ডাতে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম হল ১,১০০.৫০ টাকা।
২. গুরুগ্রামে এই গ্যাসের দাম হল ১,১১১.৫০ টাকা।
৩. বেঙ্গালুরুতে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম হল ১,১০৫.৫০ টাকা।
৪. ভুবনেশ্বরে এটির দাম ১,১২৯.০০ টাকা।

the price of LPG cylinder has increased a lot

৫. চণ্ডীগড়ে এই গ্যাসের দাম হল ১,১১২.৫০ টাকা।
৬. হায়দ্রাবাদে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম হল ১,১৫৫.০০ টাকা।
৭. জয়পুরে এই গ্যাসের দাম হল ১,১০৬.৫০ টাকা।
৮. লখনউতে এটির দাম ১,১৪০.৫০ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর