বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই আমরা চলতি বছরের মে মাসের একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। আর মাত্র কয়েকদিন পর আমরা পদার্পণ করবো জুন (June, 2023) মাসে। তবে, মে মাস শেষ হওয়ায় সাথে সাথেই কিন্তু একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম পরিবর্তিত হতে পারে বলে জানা গিয়েছে। যার ফলে সরাসরি প্রভাবিত হবেন সাধারণ মানুষ। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
গ্যাস সিলিন্ডারের দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতি মাসের শুরুতেই LPG সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়। তবে, তেল সংস্থাগুলি চাইলে মাসের একদম মাঝেও এই দাম পরিবর্তিত হতে পারে। এমতাবস্থায়, গত এপ্রিল ও মে মাসে তেল সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমিয়েছিল।
এদিকে, ২০২৩ সালের মার্চ মাসে ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি করা হয়। তারপর থেকেই এখন এই সিলিন্ডারের দাম রয়েছে ১,১০০ টাকার কাছাকাছি। তবে, আগামী মাসের শুরুতে এই দামে কোনো পরিবর্তন হয় কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।
CNG-PNG-র দাম: এক্ষেত্রেও প্রতি মাসের শুরুতে অর্থাৎ ১ তারিখে CNG ও PNG-র দাম পরিবর্তিত হয়। এর আগে গত এপ্রিল মাসে কমেছিল এই জ্বালানির দাম। তবে, চলতি মাসে এই দামের ক্ষেত্রে কোনো হেরফের ঘটেনি। এমতাবস্থায়, আর কিছুদিনের মধ্যেই এই দামে ফের কোনো পরিবর্তন ঘটবে কি না তা স্পষ্ট হয়ে যাবে।
দাম বাড়ছে দু’চাকার বৈদ্যুতিক গাড়ির: উল্লেখ্য যে, আপনি যদি পরবর্তী মাসে দু’চাকার ইলেকট্রিক গাড়ি কেনার কথা ভাবেন সেক্ষেত্রে আপনার খরচ এবার বাড়তে চলেছে। কারণ, আগামী মাস থেকেই দাম বাড়তে চলেছে এই গাড়ির। এই প্রসঙ্গে গত ২১ মে ভারী শিল্প মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই FAME-II ভর্তুকির পরিমাণ সংশোধন করা হচ্ছে।
এমতাবস্থায়, আগে এই ভর্তুকির পরিমাণ প্রতি কিলোওয়াটে ১৫,০০০ টাকা থাকলেও এখন তা কমিয়ে করা হয়েছে ১০,০০০ টাকা। যার ফলে এবার অধিকাংশ বৈদ্যুতিক গাড়ির দাম একধাক্কায় প্রায় ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।