বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্র দেশজুড়েই (India) লোকসভা নির্বাচনের জন্য পরিবেশ হয়ে রয়েছে সরগরম। এমতাবস্থায়, জুনের প্রথম সপ্তাহেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। যদিও, ঠিক এই আবহেই একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, নির্বাচনের পরই টেলিকম কোম্পানিগুলি ট্যারিফ বাড়াতে পারে। অর্থাৎ, নির্বাচনের পরে জুলাই থেকে অক্টোবরের মধ্যে ভারতীয় টেলিকম শিল্পে ১৫ থেকে ১৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি ঘটতে পারে। এদিকে, এর মধ্যে ভারতী এয়ারটেলই প্রথম ট্যারিফ প্ল্যান বাড়াতে পারে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য যে, শেষবার টেলিকম ট্যারিফ ২০২১ সালে ২০ শতাংশ বৃদ্ধি হয়েছিল।
লক্ষ্য রেভিনিউ বাড়ানো: এই বিষয়ে, অ্যান্টিক স্টক ব্রোকিং-এর বিশ্লেষক জানিয়েছেন যে ভারতী এয়ারটেল ২০২৭ অর্থবর্ষের মধ্যে ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) ২০৮ টাকা থেকে ২৮৬ টাকা বাড়িয়ে দেবে। মূলত, গ্লোবাল স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে এয়ারটেল ARPU ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার জন্য জোর দিচ্ছে। এমন পরিস্থিতিতে সুনীল মিত্তালের টেলিকম সংস্থা ট্যারিফ বৃদ্ধি থেকে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারে। পাশাপাশি এই টেলিকম কোম্পানির গ্রাহক বৃদ্ধিও বার্ষিক ২ শতাংশ হারে বাড়বে। যেখানে, সামগ্রিকভাবে টেলিকম শিল্পের বৃদ্ধির হার হবে বার্ষিক ১ শতাংশ।
ট্যারিফ বৃদ্ধি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, জিও তার টেলিকম পরিষেবা ২০১৬ সালে শুরু করেছিল এবং ২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবার ট্যারিফ ২০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি করেছিল এবং তারপরে ২০২১ ডিসেম্বরে ফের ২০ শতাংশ বৃদ্ধি করা হয়। এদিকে, বার্নস্টেইনের বিশ্লেষকরা জানিয়েছেন যে, ভারতী এয়ারটেল সবথেকে বেশি ট্যারিফ বৃদ্ধির মাধ্যমে ২০২৬-এর অর্থবর্ষের মধ্যে টেলকোর ARPU-কে ২৬০ টাকার উপরে নিয়ে আসবে। যেখানে সমস্ত টেলিকম অপারেটরগুলিতে ১৫ শতাংশের ট্যারিফ বৃদ্ধি হবে।
আরও পড়ুন: না খেলেই এগিয়ে গেলেন ঋষভ পন্থ! ICC র্যাঙ্কিংয়ে করলেন বাজিমাত
বাজারে আধিপত্য: এছাড়াও, এয়ারটেল এবং জিও যৌথভাবে মাঝারি মেয়াদে বাজারের ৮৫ শতাংশ আধিপত্য করবে। বিশ্লেষকরা দাবি করেছেন যে, ট্যারিফ বৃদ্ধি ব্যবহারকারী পিছু গড় আয় বাড়াতে সাহায্য করবে। এছাড়াও, রিটার্ন অনুপাত বৃদ্ধি করবে এবং শিল্পকে শক্তিশালী করবে।
আরও পড়ুন: Jio-Airtel-এর দিন শেষ! 5G পরিষেবায় এন্ট্রি নিতে চলেছে BSNL, বসবে ৩,৫০০ টাওয়ার
এয়ারটেল এবং জিও: প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত ৫.৫ বছরে, ভারতী এয়ারটেল এবং জিও বাজারে আধিপত্য বিস্তার করেছে। এই কারণেই ভোডাফোন-আইডিয়ার শেয়ার ২০১৮-র ৩৭.২ শতাংশ থেকে ২০২৩ সালের ডিসেম্বরে ১৯.৩ শতাংশে নেমে এসেছে। এয়ারটেলের শেয়ার এই সময়ের মধ্যে ২৯.৪ শতাংশ থেকে ৩৩.০ শতাংশ বেড়েছে। পাশাপাশি জানা গিয়েছে যে জিও ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ২১.৬ শতাংশ থেকে ৩৯.৭ শতাংশে বৃদ্ধি হয়েছে। অর্থাৎ, ওই সংস্থা সবথেকে বেশি লাভবান হয়েছে।