ছয় মাসে পেট্রোল-ডিজেল থেকে সরকারের আয় ৪৩ হাজার কোটি টাকা, তবুও মিলছে না স্বস্তি

বাংলা হান্ট ডেস্কঃ গত পাঁচ দিন ধরে লাগাতার আগুন গতিতে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। একদিকে যেমন পকেটের চাপে নাজেহাল আমজনতা, তেমনি উল্টোদিকে মূল্য বৃদ্ধি কমার কোন নামই নেই। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (সিজিএ) এর তথ্য অনুসারে, শুধুমাত্র 2020-21 সালে পেট্রোলিয়াম পণ্যগুলিতে আবগারি শুল্কের মাধ্যমে মোট 3.89 লক্ষ কোটি টাকা আয় করেছে আয় করেছে কেন্দ্র সরকার। 2021-22 অর্থ বর্ষের অনুমান অনুযায়ী এবছর সরকারের আবগারি শুল্কের পরিমান আরও এক লক্ষ কোটি টাকা বাড়তে পারে।

জানিয়ে রাখি, শুধুমাত্র গত ছয় মাসে পেট্রোলিয়াম পন্যের উপর আবগারি শুল্ক হিসেবে 43 হাজার কোটি টাকা বেশি আয় করেছে সরকার। এ পেট্রোপণ্যের উপর আবগারি শুল্ক বছরে প্রায় 33 শতাংশ বেড়েছে যার ফলে পর্যালোচনাধীন সময়ের মধ্যে শুল্কের পরিমান দাঁড়িয়েছে 1.71 কোটি টাকা। যা ২০১৯ সাল অর্থাৎ প্রাক করোনা কালের তুলনায় 79 শতাংশ বেশি। কিন্তু তাও একইভাবে চলেছে মূল্যবৃদ্ধি।

আজ ফের একবার বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। একদিকে যেমন লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে 34 থেকে 39 পয়সা। তেমনি অন্যদিকে পেট্রোলের দাম বাড়ানো হয়েছে 31 থেকে 35 পয়সা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে পেট্রোলের দাম প্রতি লিটারে 100 টাকা ছাড়িয়েছে।

modi petrol

মুম্বাই এই মুহূর্তে দাম সবথেকে বেশি। মুম্বইতে এই মুহূর্তে এক লিটার পেট্রোলের দাম 115.50 টাকা এবং ডিজেলের দাম 106.62 টাকা প্রতি লিটার। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম 109.69 টাকা এবং ডিজেলের জন্য লিটারপ্রতি দিতে হচ্ছে 98.42 টাকা। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম 110.15 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 101.56 টাকা৷ একই সময়ে, চেন্নাইতে পেট্রোল প্রতি লিটার 106.35 টাকা এবং ডিজেল 102.59 টাকা প্রতি লিটার৷ উত্তরোত্তর এই মূল্যবৃদ্ধিতে স্বাভাবিকভাবেই নাভিশ্বাস উঠছে জনতার।

 

Abhirup Das

সম্পর্কিত খবর