ডিজেলে ৩০ টাকা, পেট্রোলে ১২ টাকা দাম কম! জনগণকে স্বস্তি দিতে বড় ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে পাকিস্তানে (Pakistan) কিছুটা হলেও স্বস্তি মিলল। জানা গিয়েছে যে, সেদেশের সরকার পেট্রোল এবং ডিজেলের (Petrol and Diesel Price) দাম অনেকটাই কমিয়েছে। যার ফলে সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানের নাগরিকদের স্বস্তি মিলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৩০ টাকা কমানো হয়েছে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশহাক দার গত সোমবার ঘোষণা করেছেন যে, সংশোধিত দামগুলি রাত ১২ টার পরে কার্যকর হবে এবং আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে।

পাশাপাশি জানিয়ে রাখি যে, লাইট ডিজেল এবং কেরোসিন তেলের দামও প্রতি লিটারে ১২ টাকা কমানো হয়েছে। অর্থমন্ত্রী ইশহাক দার জানিয়েছেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্বেও তাঁরা জনগণকে যতটা সম্ভব স্বস্তি দেওয়ার ব্যবস্থা নিচ্ছেন। এমতাবস্থায়, জনগণের সুবিধার্থে তিনি পরিবহণ মাধ্যমগুলিকেও ভাড়া কমাতে বলেছেন।

নতুন রেট: উল্লেখ্য যে, হাই স্পিড ডিজেল ৩০ টাকা, পেট্রোল ১২ টাকা, কেরোসিন তেল ১২ টাকা এবং লাইট ডিজেলের দাম ১২ টাকা কমেছে। এই কারণে, পেট্রোলের দাম এখন লিটার প্রতি ২৭০ টাকা, হাই স্পিড ডিজেল প্রতি লিটারে ২৫৮ টাকা, কেরোসিন তেল প্রতি লিটারে ১৬৪.০৭ টাকা এবং লাইট ডিজেলের দাম প্রতি লিটারে ১৫২.৬৮ টাকা হয়েছে।

পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয়: এমনিতেই বর্তমানে ঋণের ভারে জর্জরিত পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে রয়েছে। এমনকি, ওই দেশের অর্থনীতিও গভীরভাবে প্রভাবিত হয়েছে। গত বছর থেকে, পাকিস্তান বেলআউট প্যাকেজের জন্য IMF তথা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে আলোচনায় নিযুক্ত রয়েছে। তবে বিষয়টি এখনও বাস্তবায়িত হয়নি। সম্প্রতি, IMF পাকিস্তানের কাছে ৮ বিলিয়ন ডলার পূরণের দাবি জানিয়েছে। পাশাপাশি, IMF আরও জানিয়েছে বকেয়া ঋণ পরিশোধের পরই বেলআউট প্যাকেজ জারি করা হবে।

পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার: এদিকে, পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিসটিক্সের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, সেখানে মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, ১৯৬৫ সালের পর সেখানে মুদ্রাস্ফীতির হার সর্বকালের সর্বোচ্চ অবস্থায় রয়েছে। গত এপ্রিল মাসে মুদ্রাস্ফীতির হার বার্ষিক ভিত্তিতে ৩৬.৪ শতাংশে দাঁড়িয়েছে। যেখানে তার আগের মাসে এটি ছিল ৩৫.৪ শতাংশে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর