iPhone থেকে Samsung! কমতে পারে ভারতে তৈরি স্মার্টফোনের দাম, বাজেটের আগেই বড় উপহার কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্ক: কয়েক বছর আগে পর্যন্ত আমাদের দেশে (India) মোবাইল সহ বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে আমদানির ওপরেই ছিল ভরসা। কিন্তু, এখন পাল্টেছে সময়। পাশাপাশি, বদলে গিয়েছে দেশের সামগ্রিক পরিকল্পনাও। আর সেই কারণেই আমদানির পরিবর্তে ক্রমশ রফতানিকারক দেশ হওয়ার দিকে এগিয়ে চলেছে ভারত। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Samsung থেকে শুরু করে Apple-এর মতো বড় সংস্থাগুলি ভারতেই ফোনের ম্যানুফ্যাকচারিং করছে।

এই বিষয়ে সরকারের তরফেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে ঠিক এই আবহে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মোবাইল তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আমদানি শুল্ক কমানো হয়েছে। অর্থাৎ, এই বিরাট সিদ্ধান্তের ফলে ভারতে মোবাইল তৈরির খরচ আরও কমতে চলেছে। শুধু তাই নয়, এর ফলে দাম কমতে পারে মোবাইলেরও।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ইতিমধ্যেই চিনকে টক্কর দিচ্ছে ভারত। এমতাবস্থায়, এই নয়া পদক্ষেপের ফলে ভিয়েতনাম এবং মেক্সিকোর মত মোবাইল প্রস্তুতকারী দেশের সঙ্গেও ভারত সরাসরি প্রতিযোগিতায় নামতে পারবে। মূলত, চিনের বাজারে মোবাইল তৈরির খরচ কম বলেই ওই বাজারের আধিপত্য বজায় ছিল। তবে, এবার ভারতীয় মোবাইল তৈরির খরচ কমে গেলে তাতে বড় ঝটকা পেতে চলেছে চিন। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

The price of smartphones made in India may decrease

এদিকে, রিপোর্টে জানানো হয়েছে, এর আগে মোবাইল তৈরির ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের আমদানি শুল্ক ধার্য করা হত ১৫ শতাংশ। যেটি এবার এক লাফে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। এমতাবস্থায়, আমদানি শুল্কের এই বিরাট পতনের ফলে তা প্রত্যক্ষভাবে ইতিবাচক ফল প্রদান করবে মোবাইল প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে গ্রাহকদের মধ্যেও।

আরও পড়ুন: Jio-Airtel-Vi ব্যবহারকারীরা হন সাবধান! বিপদে ৭৫ কোটিরও বেশি মানুষ, তালিকায় আপনি নেই তো?

কোন কোন জিনিসে কমছে শুল্ক: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মোবাইলের ব্যাক কভার, লেন্স, অ্যান্টেনা, সিম সকেট, ব্যাটারি কভার সহ প্লাস্টিক ও মেটালের তৈরি একাধিক মোবাইল পার্টসের ক্ষেত্রে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বাজেটের আগেই সরকারের এই সিদ্ধান্তে বড় সুখবর এসেছে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য।

আরও পড়ুন: “রাম আমাদের সবার পূর্বপুরুষ”, ১৫০ কিমি হেঁটে রামলালাকে দর্শন করলেন ৩৫০ জন মুসলিম ভক্ত

এই প্রসঙ্গে ভারতীয় সেলুলার অ্যান্ড ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মাহিন্দ্রা জানিয়েছেন যে, “এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। এর ফলে ভারতে মোবাইল তৈরির বাজার আরও প্রতিযোগিতামূলক হবে। পাশাপাশি, ভারতের বাজারে আমূল পরিবর্তনও আসবে।” এছাড়াও তিনি আরও বলেন যে, “এইভাবেই ভারত বিশ্বের ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক হাবে পরিণত হবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর