গ্রাহকদের কাছে দুঃসংবাদ! ফের বাড়তে চলেছে Vi-র রিচার্জ প্ল্যানগুলির দাম

বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই দেশের টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম কয়েকগুণ বৃদ্ধি করেছে। যা নিয়ে ইতিমধ্যেই অসন্তুষ্ট গ্রাহকেরা। পরপর এই দাম বৃদ্ধিতে সরাসরি পকেটে টান পড়ছে তাঁদের। পাশাপাশি, দাম বাড়ানো ছাড়াও রিচার্জ প্ল্যানগুলি থেকে বেশ কিছু উপলব্ধ থাকা সুবিধাও বাতিল করেছে সংস্থাগুলি।

প্রথমে Airtel-এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিলেও একে একে সেই পথে হেঁটেছে বাকি সংস্থাগুলিও। প্রায় প্রতিটি প্ল্যানের দামই বেড়েছে এর ফলে। এমনকি, Airtel, Jio এবং Vodafone-Idea গত মাসেই আরও একবার তাদের প্রি-পেইড প্ল্যানগুলির দাম বাড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই সংস্থাগুলি রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়েছে প্রায় ২৫ শতাংশ।

তবে, এখানেই শেষ নয়, গ্রাহকদের কাছে ফের রয়েছে দুঃসংবাদ। এবার, আরও একবার ভোডাফোন-আইডিয়ার প্ল্যানগুলির দাম বাড়তে চলেছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে নিশ্চয়তা প্রকাশ করেছেন ভোডাফোন-আইডিয়ার CEO রবিন্দর টক্কর।

কিছু দিন আগেই, মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তাদের একটি প্রতিবেদনে জানিয়েছিল যে, ভোডাফোন-আইডিয়াকে তার ট্যারিফ প্ল্যানগুলিকে ব্যয়বহুল করা উচিত। যদিও সেই সময়ে সংস্থা এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

তবে এবার, এই প্রসঙ্গে রবিন্দর টক্কর জানিয়েছেন যে, কোম্পানির সবচেয়ে সস্তা ৯৯ টাকার 4G প্ল্যানটি ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী বেশি ব্যয়বহুল নয়। তিনি আরও বলেছেন যে, সংস্থাটি এই বছরও তার রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করবে।

jpg 3 1

মনে করা হচ্ছে যে, চলতি বছরের শেষের দিকে বা ২০২৩ সালের প্রথম দিকেই Vi-র প্ল্যানগুলির দাম বাড়তে পারে। নতুন শুল্কর ফলে কোম্পানির প্রতি ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) কমপক্ষে ১.৯ গুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ক্রমাগত দাম বৃদ্ধির ফলে ভোডাফোন-আইডিয়ার গ্রাহকদের পরিমানও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে কোম্পানির প্ল্যানগুলির দাম বৃদ্ধির পরে, Vi-রগ্রাহক সংখ্যা প্রায় ৩ কোটি কমে গিয়েছে। এছাড়াও সংস্থার প্রতি ব্যবহারকারী পিছু গড় আয় (ARPU) প্রায় ৫ শতাংশ কমেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর