বাংলা হান্ট ডেস্ক: অবশেষে বুধবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি বহুপ্রতিক্ষিত কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। স্বাভাবিকভাবেই এই বাজেটকে ঘিরে বাড়তি কৌতূহল পরিলক্ষিত হয়েছে সবমহলেই। ইতিমধ্যেই চলতি বাজেটে কোন কোন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তা সামনে আসার পাশাপাশি কি কি সস্তায় মিলতে চলেছে সেই প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে।
বুধবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন টিভি ও চিমনির মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির দাম এবার কমতে পারে। পাশাপাশি, ব্যাটারি সহ ক্যামেরার লেন্সের দামও হতে পারে সস্তা। যদিও দাম বাড়ছে একাধিক জিনিসের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দাম বৃদ্ধি পাবে বিদেশি খেলনার। পাশাপাশি, সিগারেট ও মূল্যবান ধাতুর দামও বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাজেটে।
এদিকে, কৃষি ও বস্ত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রগুলিতে আমদানি করের পরিমান ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ইলেকট্রিক গাড়ি ও সাইকেলের দামও কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। চলতি বছরে বাজেটের শুরুতেই আত্মনির্ভর ভারতের প্রসঙ্গ উপস্থাপিত করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমতাবস্থায়, দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমতাবস্থায়, আমদানি শুল্কের ছাড়ের পরিপ্রেক্ষিতে অনেকটাই হ্রাস পাবে টিভির দাম। পাশাপাশি, চিমনির আমদানি শুল্ক কমায় সেটিরও দাম কমবে। এছাড়াও, শিল্পক্ষেত্রে ব্যবহৃত অ্যালকোহলের দাম হ্রাসের পাশাপাশি সস্তায় পাওয়া যাবে দেশে তৈরি খেলনাও।
To promote value addition in the manufacturing of TVs, I propose to reduce the Basic Customs Duty on parts of open cells of TV panels to 2.5%: FM Nirmala Sitharaman pic.twitter.com/XP0uAZVfOS
— ANI (@ANI) February 1, 2023
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মোবাইলের যন্ত্রাংশের উপর অন্তঃশুল্কে ছাড় দেওয়া হয়েছে। ফলে কমবে মোবাইলের দাম। কমতে চলেছে হিরের দামও। বাজেটে হিরের উপর শুল্কের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি, বাজেটের পর সস্তা হতে চলেছে লিথিয়াম ব্যাটারি। তবে, দাম বাড়তে চলেছে ইমিটেশনের গয়নার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাজেটের পরে একধাক্কায় ১৬ শতাংশ বাড়তে পারে সিগারেটের দাম। এছাড়াও, কম্পাউন্ডেড রবারের আমদানি শুল্ক বাড়ায় দাম বাড়বে রবারের।
I propose to provide relief on Customs Duty on import of certain parts & inputs like camera lens & continue the concessional duty on lithium-ion cells for batteries for another year: FM Nirmala Sitharaman pic.twitter.com/ZOq2u0cP08
— ANI (@ANI) February 1, 2023
তবে, চলতি বাজেটে কর ছাড়ের ক্ষেত্রেও বড় চমক রয়েছে। মূলত, করমুক্তির ঘোষণায় স্বস্তি পেয়েছেন চাকুরিজীবীরা। এবারে বছরে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে মিলবে আয়করের ক্ষেত্রে ছাড়। অর্থাৎ, আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে। পাশাপাশি, যাঁদের বাৎসরিক আয়ের পরিমান ৯ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। শুধু তাই নয়, যাঁদের ১৫ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় তাঁদের এবার ১.৫ লক্ষ টাকার কর দিতে হবে। আগে যেটির পরিমান ছিল ১ লক্ষ ৮৭ হাজার টাকা।