একাই এক কোটি, বিশ্বের তাবড় তাবড় নেতাদের হার মানালেন মোদি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে এবার জুড়ল নতুন পালক! পরিসংখ্যানের নিরিখে Youtube-এ নতুন রেকর্ড গড়লেন তিনি। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশের পাশাপাশি সেখানে সরকারি প্রকল্প গুলি নিয়েও বার্তা দেন তিনি।

পাশাপাশি, PMO অ্যাকাউন্ট ছাড়াও Youtube এবং Twitter-এ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে মোদীর। আর এবার, সেই Youtube চ্যানেলেই নয়া রেকর্ড গড়লেন তিনি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজস্ব Youtube চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ কোটি ছড়িয়েছে। গত মঙ্গলবারই এই বিপুল পরিমাণ সাবস্ক্রাইবারের অধিকারী হয়েছেন মোদী।

এদিকে, বিশ্বের অন্যান্য ক্ষমকতাশালী নেতাদের তুলনায় এই পরিসংখ্যানের ভিত্তিতে অনেকটাই এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। Youtube-এর সাবস্ক্রাইবারের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজ়িলের প্রেসিডেন্ট Jair Bolsonaro। Youtube-এ তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৬ লক্ষ।

পাশাপাশি, তৃতীয় স্থানে রয়েছেন Maxico-র প্রেসিডেন্ট Andres Manuel Lopaz Obrador। তাঁর Youtube-এ সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০.৭ লক্ষ। যদিও, এই তালিকায় অনেকটাই নীচে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Joe Biden। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা সবে ৭ লক্ষ ছাড়িয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও Youtube-এ ভারতের জনপ্রিয় রাজনীতিবিদদের তালিকায় রয়েছেন রাহুল গান্ধী, শশী থারুর এবং এম কে স্টালিন। রাহুল গান্ধির Youtube সাবস্ক্রাইবারের সংখ্যা ৫.২৫ লক্ষ। পাশাপাশি, শশী থারুরের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪.৩৯ লক্ষ এবং স্টালিনের সাবস্ক্রাইবার সংখ্যা হল ২.২১ লক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই চ্যানেলটি ২০০৭ সালের অক্টোবর মাসে তৈরি করা হয়। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। তারপর থেকে নিয়মিত ভিডিও আপলোড হয় তাঁর চ্যানেলে। এই Youtube চ্যানেলে যে ভিডিওগুলি সবথেকে জনপ্রিয় হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অক্ষয় কুমারের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার। এখনও পর্যন্ত চ্যানেলটিতে ১৫ হাজারেরও বেশি ভিডিও রয়েছে। ব্যক্তিগত এই চ্যানেলটি ছাড়াও প্রধানমন্ত্রীর রয়েছে PMO ইন্ডিয়া চ্যানেল।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X