ভারতের সাহায্যে খুশি ব্যাক্ত করলেন মরিশাসের প্রধানমন্ত্রী, ভারতকে জানালেন ধন্যবাদ

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona) মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) ও চিকিৎসার সরঞ্জাম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ধন্যবাদ জানালেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথ (Pravind Yugnath)। করোনা মোকাবিলায় এর আগে আমেরিকা-সহ একাধিক দেশকে করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত।

corona 19

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন করোনা মোকাবিলায় ব্যাপক সাড়া দিচ্ছে। বিশেষ এই ওষুধের সবচেয়ে বড় উৎপাদক দেশ ভারত। এর আগে আমেরিকা-সহ একাধিক দেশ ভারতের কাছে করোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে আবেদন জানায়। ভারতও দেশের চাহিদার ভাণ্ডার মজুত রেখে বন্ধু দেশগুলিকে এই ওষুধ সরবরাহে সম্মত হয়। আমেরিকা-সহ একাধিক দেশে ইতিমধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত (india)।

italy coronavirus doctor 1

বুধবারই ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করোনা প্রতিরোধে ৫ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ও চিকিৎসার আরও কিছু সরঞ্জাম পৌঁছেছে মরিশাসে। বন্ধু ভারতের এই সাহায্যে স্বভাবতই খুশি মরিশাস। প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথও ভারতের এই সাহায্যে কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বুধবার এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে ভারত ওষুধ ও করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ’।

os

মারণ করোনার বিরুদ্ধে লড়ছে মরিশাসও। ইতিমধ্যেই সেদেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে ভারত বা অন্য দেশগুলির তুলনায় এখনও সংক্রমণ অনেকটাই কম। বৃহস্পতিবার পর্যন্ত মরিশাসে ৩২৪ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত খবর