পরীক্ষা শুরুর আগেই ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস! মুখ খুলল পর্ষদ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস থেকে একের পর এক ইস্যুতে বেহাল দশায় বাংলার শিক্ষা পর্ষদ । দুর্নীতির চাপে রীতিমতো ধুঁকছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। অন্যদিকে সোমবার ডিএলএড কোর্সের (D EL ED Course ) ফাইনাল পরীক্ষা (Final Exam) শুরুর আগেই উঠল প্রশ্নপত্র ফাঁসের (leak) অভিযোগ।

এদিন ২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএডের ফাইনাল পরীক্ষার প্রথম দিন ছিল। অভিযোগ,পরীক্ষা শুরু হওয়ার আগেই হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে গেছে পরীক্ষার প্রশ্নপত্র। সূত্রের খবর,সোমবার দুপুর ১২টা নাগাদ ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছিল। দুপুর ২টো পর্যন্ত চলে পরীক্ষা। শোনা যায়, সোমবার সকাল ১০টা ৪৭ মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে সেই পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আর হোয়াটসঅ্যাপে যে প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে, দুটোই এক বলে দাবিও করে অনেক পড়ুয়া।

প্রশ্নফাঁসের অভিযোগের পর এবিষয়ে তদন্ত কমিটি গড়ার আশ্বাস দেন পর্ষদ সভাপতি গৌতম পাল (Goutam Paul)। তবে তিনি এও অভিযোগ করেন, প্রশ্নফাঁস নয়, সরকার ও পর্ষদের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব করা রয়েছে। তিনি বলেন ‘‘এই অভিযোগকে পর্ষদ হাল্কা ভাবে নিচ্ছে না। তদন্ত কমিটি তৈরি করছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না। এ নিয়ে যদি পর্ষদ কোনও সিদ্ধান্ত নেয় আগামী দিনে, তা হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে না।’’ তবে পরীক্ষা বাতিল করা হবে কি না, সেই বিষয়ে মুখ খোলেননি সভাপতি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ডিএলএড কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি ইডি তরফে আদালতে জানানো হয়। আর এসবের মধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ক্রমাগত জ্বলতে থাকা নিয়োগ দুর্নীতির আগুনে নতুন করে ঘি ঢালার কাজ করে কি না সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর