এবার করোনা থাবা পাক মন্ত্রালয়ে, রেলমন্ত্রী, স্পিকার থেকে শুরু করে আক্রান্ত শতাধিক

বাংলাহান্ট ডেস্কঃ দ্রুতগতিতে নিজের বংশ বৃদ্ধিতে মত্ত রয়েছে করোনা ভাইরাস। ভয়াবহ আকার ধারণ করছে পাকিস্তানেও (Pakistan)। সাধারণ মানুষের গণ্ডি পেরিয়ে এবার করোনা থাবা পাক মন্ত্রালয়ে। আক্রান্ত হলে প্রায় শতাধিক মন্ত্রী পারিষদ। যার মধ্যে রয়েছেন রেলমন্ত্রী থেকে শুরু করে সংসদের স্পীকারও। নাজেহাল অবস্থায় এবার পাক সরকার ইমরান খান (Imran Khan)।

পাকিস্তানে করোনার সংখ্যা
পাকিস্তানে এখনও অবধি করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১.৬০ লক্ষ মানুষ এবং মারা গিয়েছেন প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ। এবার করোনা হানায় কাবু পাকিস্তানের ক্ষমতাসীন দল থেকে বিরোধী দলের সদস্যরাও। অর্থাৎ করোনা প্রবেশ করে গিয়েছে পাকিস্তানের সংসদেও।

RO3LTXTMBYI6VGJDK4DTVXHCPQ

পাক সংসদে করোনা থাবা
চীন ছাড়িয়ে করোনা ভাইরাস সমগ্র দেশে তাণ্ডব চালাছে। এই ভাইরাস ছোট, বড়, ধনী, দরিদ্র সকল মানুষ নির্বিশেষেই তার সংক্রমণ ঘটাচ্ছে। ভাইরাসের কাছে সকলেই সমান। পাকিস্তানেও এই ভাইরাস ঝড়ের গতিতে বিস্তার লাভ করতে শুরু করে দিয়েছে। এবার আক্রান্ত হলেন সংসদের সদস্যরা, শাসক দল বিরোধী দল বাদ পড়লেন না কেউই। আক্রান্ত হলেন সব দলের সদস্যরাই।

পাকিস্তানের করোনা সংক্রমিত সংসদ
পাক সংসদের ৩৪২ জন সদস্যের মধ্যে করোনা আক্রান্তের তালিকায় রয়েছে প্রায় এক-তৃতীয়াংশ সদস্যই। তবে এর মধ্যে অনেকেই নিজের সংক্রমণের খবরও জানতেন না। আবার কেউ কেউ সংক্রামিত হওয়ার পর নিজেকে কোয়ারেন্টিনেও রেখেছেন। বর্তমানে সচিবালয়ের ৪০ জন কর্মচারী করোনা সংক্রমিত হয়েছেন। সূত্র মারফত জানা যায়, পাকিস্তানের ক্ষমতাসীন ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি ৩৮ জন। এরপর প্রধান বিরোধী দল পিএমএলএন-এর ২৭ জন সদস্য এবং বেনজির ভুট্টোর পিপিপি-র ২৩ জন সদস্য করোনা সংক্রমিত।

china wuhan zhongnan hospital coronavirus patient hpMain 20200129

আক্রান্তদের তালিকা
আক্রান্তদের তালিকায় নাম উঠে এল দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং শহীদ খাকান আব্বাসির নামও। স্পিকার আসাদ কায়সার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার খান আফ্রিদি, সংসদে বিরোধীদলীয় নেতা এবং নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফও পড়লেন করোনার কবলে। এমনকি বাদ পড়লেন না রেলমন্ত্রী শেখ রশিদও। ধীরে ধীরে সাধারণ মানুষ ছাড়াও এবার সমস্ত সতর্কতা মেনেও করোনার রোষে পড়ছেন পাক সংসদের নেতৃত্বরা।


Smita Hari

সম্পর্কিত খবর