একেই বলে মানবতা! ট্রেনে প্রিয় খেলনা ফেলে গিয়েছিল শিশু, ২০ কিমি গিয়ে ফেরত দেন রেল কর্মী

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনে ভ্রমণের সময়ে অনেকেই তাঁদের জিনিসপত্র অসাবধানতাবশত হারিয়ে ফেলেন বা চুরির সম্মুখীন হন। মূলত, প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। যেগুলি ফিরে পাওয়ার সম্ভাবনাও হয়ে যায় ক্ষীণ। তবে, এবার এমন একটি ঘটনা ঘটেছে যেখানে ভারতীয় রেল (Indian Railways) এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। শুধু তাই নয়, ফুটে উঠেছে রেলের আধিকারিকদের মানবিক দিকটিও।

সম্প্রতি, ১৯ মাস বয়সী এক শিশুর ট্রেনে হারিয়ে যাওয়া একটি খেলনাকে তার কাছে ফিরিয়ে দিয়েছে রেল। আপাতদৃষ্টিতে সেটি “সামান্য” একটি খেলনা-লরি হলেও ওই শিশুটির কাছে সেটাই হল প্রিয় খেলনা। শুধু তাই নয়, খেলনাটি যেখান থেকে হারিয়েছিল সেখান থেকে ২০ কিলোমিটার দূরে শিশুটির বাড়িতে গিয়ে ওই খেলনা তার হাতে তুলে দেন আধিকারিকরা। আর এই ঘটনাই এখন উঠে এসেছে খবরের শিরোনামে।

রেলের ১৩৯ হেল্পলাইন নম্বরের মাধ্যমে বিষয়টি জানানো হয়: এই প্রসঙ্গে রেল থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত বুধবার ভারতীয় রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এর মাধ্যমে ভুসিন পট্টনায়েক নামে এক যাত্রী বিষয়টি রেলকে জানান। তিনি বলেন সেকেন্দ্রাবাদ-আগরতলা স্পেশাল ট্রেনের (০৭০৩০) বি-২ কোচে ভ্রমণ করছিলেন তিনি। সেই সময়ে তাঁর সহযাত্রী হিসেবে যে পরিবারটি ছিল সেখানে থাকা শিশুটির কাছে একটি খেলনা ছিল। সেই খেলনাটিকে নিয়েই মত্ত ছিল শিশুটি।

এদিকে, গন্তব্যে পৌঁছনোর পরে পরিবারের সদস্যরা নামার সময়ে খেলনাটি নিতে ভুলে যায়। এদিকে, শিশুটির প্রিয় খেলনাটি ট্রেনে থেকে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেন নি তিনি। তাই তিনি রেলের আধিকারিকদের খেলনাটিকে শিশুটির কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। যদিও, ওই পরিবারের পরিচিতি বা ঠিকানা জোগাড় করার কোনো উপায় ছিল না।

শিশুটির পরিবারের সঙ্গে এইভাবে যোগাযোগ করা হয়: এদিকে, বিষয়টি জানতে পেরে রেলের আধিকারিকরা তৎক্ষণাৎ ট্রেনের লাইভ লোকেশন খুঁজে বের করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছন। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে, ওই পরিবারের যোগাযোগের জন্য তথ্য খুঁজে পাওয়া একটি কঠিন কাজ ছিল। কারণ টিকিটটি সেকেন্দ্রাবাদের রিজার্ভেশন কাউন্টার থেকে কেনা হয়। এমতাবস্থায়, সেই টিকিটের “রিকুইজ়িশন স্লিপ” খুঁজে পাওয়াও কঠিন ছিল। কিন্তু শেষমেশ তুমুল চেষ্টার ফলে সেটি খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, ওই পরিবারের সাথেও যোগাযোগ স্থাপন হয়।

1673054405 toy (2)

২০ কিলোমিটার দূরে গিয়ে খেলনাটি পৌঁছে দেওয়া হয়: রিজার্ভেশন চার্ট থেকে জানা গেছে যে, মোহিত রাজা ও নাসরিন বেগম সফর করার সময়ে খেলনাটি ভুলে ট্রেনে ফেলে আসেন। আলুয়াবাড়ি রেলস্টেশন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উত্তর দিনাজপুর জেলার কাজী গ্রামে পরিবারটি বসবাস করে। এরপর রেলের আধিকারিকদের একটি দল শিশুটির বাড়িতে পৌঁছে তার হাতে খেলনাটি ফিরিয়ে দেয়। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই শিশুটির বাবা মোহিত রাজা রেলের এই দারুণ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি, শিশুটির পরিবার জানিয়েছে যে, ওই খেলনাটি বাচ্চাটির খুব পছন্দ। কিন্তু তারা ট্রেনেই সেটি ভুলে ফেলে এসেছিল। তবে, শেষপর্যন্ত তা ফিরে পেয়ে বেজায় খুশি শিশুটিও।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর