ভারতের বিভিন্ন অংশে হোলির আনন্দ মাটি করতে চলেছে বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই দোল পূর্ণিমা, সারা ভারত এই দিনটিতে রং-এর উৎসবে মেতে ওঠে। কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে ভারতের বিভিন্ন অংশে হোলির আনন্দ মাটি করতে চলেছে বৃষ্টি। পূর্ব রাজস্থান, বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশায় এবং উত্তর পাঞ্জাব, হরিয়ানা, এনসিআর, উত্তর মধ্য প্রদেশ, উপকূলীয় পশ্চিমবঙ্গ, মেঘালয় ও কেরালায় সম্ভাব্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, এনসিআর, পশ্চিম উত্তর প্রদেশ, উত্তর ছত্তিশগড়, পূর্ব ভারত, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং কেরালায় কম উচ্চতায় অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

holi in singapore

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে এবার বসন্তেই (Spring) শুরু হবে বৃষ্টি বলে আগে থাকতেই জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা আগেই করেছিল আবহাওয়া দফতর। বাংলাদেশ (Bangladesh) ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে।

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার দেখে চিন্তায় সকলে। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির দাপটে ঘর থেকে বেরোতে পারেননি অনেকেই। তবে শনি থেকে বৃষ্টির পরিমাণ কমলেও, রবিবারেও কিন্তু রয়েছে তাঁর রেশ। ছুটির এই দিনে সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস বলছে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর