গভীর ঘুমে আচ্ছন্ন সবাই, হঠাৎই ভেঙে পড়ল বাড়ি! “দেবদূত” হয়ে প্রত্যেকের প্রাণ বাঁচাল ইঁদুর

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে “রাখে হরি, মারে কে!” এবার ঠিক এই বাগধারাকেই ফের একবার সত্য প্রমাণিত করল রাজস্থানের (Rajasthan) একটি ঘটনা। যেটি জানার পর অবাক হয়ে যাবেন সকলেই। মূলত, সেখানে একটি ইঁদুরের দৌলতেই প্রাণ বাঁচল একই পরিবারের সব সদস্যের। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে। বর্তমান প্রতিবেদনে সেই প্রসঙ্গটিই উপস্থাপিত করা হল।

পরিবারের জীবন বাঁচিয়েছে ইঁদুর: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজস্থানের ধোলপুর জেলার সিক্রোদা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। সেখানে একটি বাড়িতে পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়েছিলেন। কিন্তু, সেই সময়েই হঠাৎই একটি ইঁদুরের লাফালাফিতে ঘুম ভেঙে যায় অনেকের। এমনকি, ঘুম ভাঙতেই একটি অদ্ভুত ঘটনা দেখতে পান সবাই। বাড়ির বাইরে এসে তাঁরা দেখেন যে, বাড়িটির একটি অংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থাৎ, সঠিক সময়ে সদস্যরা বাড়ি থেকে না বেরোলেই বড়সড় বিপদ ঘটে যেত।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে, রাজখেদা এলাকার সিক্রোদা গ্রামে একটি দোতলা বাড়ির একাংশ হঠাৎই ভেঙে পড়ে। দুর্ঘটনার কয়েক মিনিট আগে হঠাৎ শব্দ শুনে বাড়ির সদস্য জয়প্রকাশ, নিহাল সিং, ইন্দিরা, ববিতা এবং ঘরে ঘুমিয়ে থাকা আত্মীয় নাথিলাল পুরাইনি দৌড়ে বেরিয়ে আসেন। এর পর বাড়িটি ভেঙে পড়ে।

বেরিয়ে আসার সাথে সাথেই বাড়িটি ভেঙে পড়ে: এমতাবস্থায়, বাড়ির প্রধান সদস্য জয়প্রকাশ গণমাধ্যমকে জানান, তাঁর পরিবারের সদস্যরা ও বাড়িতে আসা আত্মীয়রা বিভিন্ন ঘরে ঘুমোচ্ছিলেন। তখন হঠাৎ একটি ইঁদুর লাফ দিয়ে তাঁর উপর পড়ে। যার ফলে তিনি পুরোপুরি জেগে ওঠেন। ঠিক সেই মুহুর্তে, তিনি কিছু আওয়াজ পান। এমতাবস্থায়, বিপদের আঁচ পেয়েই তিনি তাঁর পরিবার এবং আত্মীয়দের ঘুম থেকে জাগিয়ে বাইরে পাঠিয়ে দেন। পাশাপাশি, ঘরের উঠোনে বাঁধা অবস্থায় থাকা গবাদি পশুগুলিকেও খুলে দেওয়া হয়। এরপর মুহূর্তের মধ্যেই বাড়ির পেছনের অংশ ভেঙে পড়ে। পাশাপাশি জয়প্রকাশ আরও জানান যে ইঁদুরটি তাঁদের কাছে রীতিমতো “দেবদূত” ছিল।

rat saved family life 1 63d65361565f5

পাশাপাশি জানা গিয়েছে, বাড়িটি ভেঙে পড়ার কারণে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। বাড়িটিতে প্রায় ৬ কুইন্টাল গম, ৫ কুইন্টাল সর্ষে, ৯ কুইন্টাল বাজরা, একটি ফ্রিজ, মিক্সি, একটি খাট, বাইক, স্টার্টার, ৪০ কেজি সর্ষের তেল, ১৩ টি দেশি ঘি, পশুখাদ্য মাড়াই মেশিনসহ দেড় লক্ষ টাকার গৃহস্থালির সামগ্রী ছিল। যেগুলি রীতিমতো ধ্বংস হয়ে গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর