বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে চলা মারণ ভাইরাসের প্রত্যক্ষ প্রভাব এবার ফের স্পষ্ট হল ভারতীয় অর্থনীতিতে। যে কারণে দেশের মানুষদের কাছে ফের দুঃসংবাদ বয়ে আনছে খুচরো মুদ্রাস্ফীতির হার। এমনিতেই বিগত বেশ কয়েক মাসের মুদ্রাস্ফীতির হার ডিসেম্বরেও অব্যাহত ছিল। পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ৪.৯১ শতাংশ থেকে বেড়ে ৫.৫৯ শতাংশে দাঁড়িয়েছে।
বুধবার সরকারের প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে এই হার স্পষ্ট হয়ে গিয়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (CPI) অনুযায়ী, যেখানে ২০২০ সালের ডিসেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার ৪.৫৯ শতাংশ ছিল, সেখানে ২০২১-এর ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৪.৯১ শতাংশ।
পাশাপাশি, জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, ডিসেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতি ১.৮৭ শতাংশ থেকে বেড়ে ৪.০৫ শতাংশে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক প্রধানত দ্বি-মাসিক মুদ্রা পর্যালোচনার ভিত্তিতে খুচরো মুদ্রাস্ফীতির তথ্য দেখে। রিজার্ভ ব্যাঙ্কের মতে, চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে মোট মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ স্তরে থাকবে। তারপর থেকে তা ক্রমশ নেমে আসবে। ভোজ্যতেল, শাকসবজি, পেট্রোল-ডিজেল এবং বিদ্যুতের ক্রমবর্ধমান দামের কারণে খুচরো মুদ্রাস্ফীতিও ঊর্ধ্বমুখী হচ্ছে।