বাংলা হান্ট ডেস্ক : দাবি দাওয়া পূরণ না হলে আগামী ডিসেম্বর মাস থেকেই রেশন পরিষেবা (Ration Card) বন্ধ করে দেওয়ার হুমকি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers Federation)। গত শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, সমস্যা না মিটলে ডিসেম্বর মাস থেকে বাংলার রেশন ডিলাররা আর রেশন পরিষেবা দেবেন না।’
পাশাপাশি তিনি ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। অনেকেই হয়ত জানেন যে, বিগত বেশকিছু মাস থেকেই রেশন ডিলারদের কমিশন বাড়ানোর জন্য সোচ্চার হয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। তাদের দাবি, মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হলেও তাদের কমিশন যা ছিল তাই থেকে গেছে।
বিশম্ভর বসুর কথায়, ‘২০২২ সালের এপ্রিলে ২০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু সেই টাকায় আমাদের হচ্ছে কি না, সেটা দেখার সময় এখনও কেন্দ্রীয় সরকার পায়নি।’ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি তিনি তোপ দেখেছেন রাজ্য সরকারের বিরুদ্বেও। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, এই বিষয়ে একাধিকবার রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছেন তারা। তবে সেখান থেকে নাকি কোনরকম সমাধান বেরিয়ে আসেনি।
আরও পড়ুন : ‘ঘুষের বদলে প্রশ্ন’! মহুয়া মৈত্রর গড় কৃষ্ণনগরে দাঁড়িয়ে একের পর এক তোপ শঙ্কুদেব পান্ডার
উলটে করোনাকালে রাজ্য যখন বিনা পয়সায় রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল তখন ডিলাররা টাকা দিয়ে কেনা রেশন সামগ্রী বিনা পয়সায় বিলি করেছিল। সেই বকেয়াও নাকি এখনও মেটেনি। এখানেই শেষ নয়, রেশন ডিলারদের অভিযোগ, রেশন সামগ্রীর হ্যান্ডলিং লসের টাকাও অনেক ক্ষেত্রে ঠিকঠাক পাওয়া যায় না।
আরও পড়ুন : চলবেনা গড়িমসি, পাসপোর্ট নিয়ে কড়া নির্দেশ লালবাজারের! পুলিশি যাচাই হবে এত দিনের মধ্যে
এমন পরিস্থিতিতে তারা কীভাবে পরিষেবা দেবে? প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসু। এই সমস্ত সমস্যা না মিটলে তারা রেশন পরিষেবা চালু রাখতে পারবেনা। তাদের দাবিদাওয়া মিটলে তবেই ডিসেম্বরে রেশন পরিষেবা চালু রাখা হবে, নয়ত সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক।