এবার নাসার কাছে অদ্ভুত আবেদন করে বসল বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। কিছুদিন আগেই চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গিয়েছে। তাই এবার মজার ছলে নাসার কাছে আরসিবি দাবি করেছে যে, আইপিএলে বিরাট কোহলি এবং এবি ডিবিলিয়ার্স যে সমস্ত ছক্কা গুলি মেরেছে সেগুলি কি হবে? সেই একটাও বল খুঁজে পাওয়া যায় নি। তাই আরসিবি দাবি করেছে যদি সেই বল গুলি চাঁদে থাকে তাহলে সেই গুলো খুঁজে দিক নাসা।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা কিছুদিন আগে টুইট করে জানিয়েছিল তারা খুঁজে পেয়েছে চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রম, নাসার অত্যাধুনিক ক্যামেরা এলআরও বিক্রমকে খুঁজে বের করেছে। তবে বিক্রমকে খুঁজে বের করার পিছনেও রয়েছে একজন ভারতীয়র ভূমিকা।
এইদিন আরসিবির তরফ থেকে একটি ভিডিও টুইট করা হয় সেই ভিডিও দেখা যাচ্ছে আরসিবি এবং চন্দ্রযান 2 এর মধ্যে কিছু কথোপকথন হচ্ছে। সেখানে আরসিবির তরফ থেকে বলা হচ্ছে আইপিএলে বিরাট কোহলি এবং এবি ডিবিলিয়ার্স যেসমস্ত বল গুলি ছক্কা মেরে উড়িয়ে দেয় সেগুলি যেন খুঁজে দেওয়া হয়। উল্লেখ্য, 7 ই সেপ্টেম্বর চন্দ্রযান 2 এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তারপর থেকেই বিক্রমের ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ISRO, অবশেষে তার খোঁজ পেয়েছে NASA।