আজীবনের জন্য নির্বাসিত ভারতের প্রথম শ্বেতাঙ্গ খেলোয়াড়, দিতে হবে মোটা জরিমানাও

বাংলা হান্ট ডেস্কঃ লর্ডস এবং হেডিংলে টেস্ট যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা কেউই হয়ত ভুলতে পারবেন না এই কয়েক মিনিটের এন্টারটেইনারকে। নাম জারভো, আর জার্সি নম্বর ৬৯। প্রথমবার তাকে দেখা গিয়েছিল লর্ডস টেস্টে। ভারতের জার্সি পড়ে হঠাৎই মাঠে নেমে পড়েছিলেন তিনি, শুধু তাই নয় মাঠের মধ্যে এসে নিজেকে রীতিমতো ভারতের খেলোয়াড় বলে দাবি করতে থাকেন এই শ্বেতাঙ্গ। স্বাভাবিকভাবেই নিরাপত্তারক্ষীরা বাইরে বের করে দেয় থাকে।

এরপর হেডিংলে টেস্ট ম্যাচেও ফের একবার দেখা যায় জারভোকে। ৫৯ রানে আউট হয়ে প্যাভেলিয়নে ফিরলেন রোহিত শর্মা, কিন্তু ক্যাপ্টেন কোহলি মাঠে নামার আগেই দেখা গেল এক অদ্ভুত কান্ড মাঠে নামছেন অচেনা ক্রিকেটার। প্যাড, হেলমেটে সজ্জিত ঠিকই কিন্তু তার মুখে মাস্ক। কিন্তু ৬৯ নম্বর জার্সি দেখেই বোঝা গেল তিনি আর কেউ নয়, সেই পুরনো জারভো। এবার তো তাকে টানতে টানতে প্রায় মাঠের বাইরেই বের করে দিলেন নিরাপত্তাকর্মীরা।

কিন্তু কেন এ ধরনের ঘটনা ঘটান জারভো? জানা গেছে তিনি আসলে একজন জনপ্রিয় ইউটিউবার এবং কৌতুক অভিনেতা। বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল প্র‍্যাঙ্ক করে মানুষকে মজা দেওয়াই তার উদ্দেশ্য। নিজের উপস্থিতির কথা দুবার স্বীকার করে নিয়েছিলেন জারভো তথা ড্যানিয়েল জার্ভিস। শুধু তাই নয় তিনি এও লেখেন, “হ্যাঁ, আমি জারভো, যিনি পিচে গিয়েছিলেন। ভারতের হয়ে খেলা প্রথম শ্বেতাঙ্গ হিসেবে আমি গর্বিত।” পুরো ঘটনাটি ভিডিও যে দেখা যাবে তার ইউটিউব চ্যানেলে সেকথাও জানিয়ে দেন তিনি।

কিন্তু এবার এই প্রাঙ্কস্টারের বিরুদ্ধেই বড় পদক্ষেপ নিল ইয়র্কশায়ার প্রশাসন। বারবার মাঠের মধ্যে ঢুকে পড়ে খেলোয়াড়দের মনোযোগ বিঘ্নিত করছেন তিনি। সমস্যায় ফেলছেন নিরাপত্তাকর্মীদেরও আর সেই কারণেই তাকে হেডিংলে থেকে পুরোপুরি বিতাড়িত করলো এই কাউন্টি ক্লাব। অর্থাৎ আর চাইলেও মাঠে এসে খেলা দেখতে পারবেন না ড্যানিয়েল জার্ভিস। এদিন এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, “হ্যাঁ, ড্যানিয়েল জার্ভিসকে হেডিংলে থেকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হবে। সঙ্গে আর্থিক জরিমানাও করা হবে।” তবে তার এই ছোট ছোট প্র‍্যাঙ্কগুলি যে বিশ্বব্যাপী দর্শককে আনন্দ দিয়েছে এ নিয়ে কোন সন্দেহ নেই এমনকি হাসতে বাধ্য হয়েছেন মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজারাও।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর