লালকেলার আসল রং ও নাম জানা আছে আপনার? উত্তর শুনলে অনেক বিজ্ঞ মানুষও চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের অন্যতম একটি প্রসিদ্ধ ঐতিহাসিক দর্শনীয় স্থান হল লালকেল্লা বা রেড ফোর্ট (Red Fort)। যুগ যুগান্তরের ইতিহাস জড়িত এই লালকেল্লার সাথে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লালকেল্লা দর্শনের জন্য হাজির হন। যারা দিল্লি ঘুরতে আসেন তারা অবশ্যই একটিবার লালকেল্লা দেখার জন্য অবশ্যই যান।

কিন্তু আপনাদের কি জানা আছে এই লালকেল্লার আসল নাম কী? অনেক বিজ্ঞ মানুষও এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন না। যারা ইতিহাস ভালবাসেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে লালকেল্লা সম্বন্ধে আমরা এমন কিছু তথ্য আপনাদের দেব যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক নিদর্শন। এই নিদর্শনগুলি একটিবার দর্শন করার জন্য আমরা সকলেই উৎসুক হয়ে থাকি। ভারতেরও বিভিন্ন জায়গায় এই ধরনের ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এইগুলির মধ্যে অন্যতম দিল্লির লালকেল্লা। দূর দূরান্ত থেকে পর্যটকরা লালকেল্লা দেখার জন্য ভিড় জমান।

লালকেল্লার বর্তমান রং লাল। প্রতিবছর ১৫ ই আগস্ট লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। তবে অনেকেই হয়তো জানেন না যে এই কেল্লাটির পূর্বতন নাম লালকেল্লা ছিল না। এমনকি এই কেল্লার রংও লাল ছিলনা। মুঘল বাদশাহ শাহজাহান নির্মাণ করেন এই কেল্লার।

all about the delhi red fort or lal kila fb 1200x700 compressed 2

লালকেল্লার মুঘল যুগে নাম ছিল কিলা-ই-মুবারক (Qila-e-Mubarak)। সেই সময় এই কেল্লাটির রং ছিল সম্পূর্ণ সাদা। ব্রিটিশরা ভারতের আসার পর সেই সাদা রং মুছে কেল্লাটির রং লাল করে দেন। যেহেতু এই কেল্লাটির রং সম্পূর্ণভাবে লাল হয়ে যায়, তাই লোকমুখে এটি লালকেল্লা নামে পরিচিতি লাভ করে।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর