সলমানের পথেই হাঁটছেন শাহরুখ? ফের পিছিয়ে গেল ‘জওয়ান’ মুক্তির দিনক্ষণ

বাংলাহান্ট ডেস্ক : মাঝখানে প্রায় ৪ বছরের বিরতি। চলতি বছরের শুরুতেই বক্স অফিসে ধামাকা নিয়ে ফিরেছেন বলিউড (Bollywood) সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যেই রেকর্ড গড়েছে ‘পাঠান’ (Pathan)। কেবলমাত্র ভারতেই এই ছবি আয় করেছে ৫০০ কোটি টাকা। গোটা বিশ্ব জুড়ে প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ-দীপিকার এই ছবি। আর এবার পালা ‘জওয়ান’-এর। তবে এই ছবি মুক্তির আগেই শুরু হল নানান জল্পনা।

এক বছর আগেই ৩ টি ছবির নাম ঘোষণা করেছিলেন শাহরুখ। সেই মোতাবেক জুন মাসের ২ তারিখ বক্স অফিসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে ছবির শ্যুটিং সম্পূর্ণ না হওয়ায় পিছিয়ে যায় মুক্তির দিনক্ষণ। বলি দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, অক্টোবর মাসে মুক্তি পেতে পারে শাহরুখের ‘জওয়ান’। যদিও এই দিনক্ষণ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

Shah Rukh Khan

আসলে এই ছবি নিয়ে একটু বেশি সচেতন গোটা টিম। সব দিক খতিয়ে দেখে তবে ময়দানে নামতে চাইছেন তাঁরা। সূত্র মারফত জানা যাচ্ছে, দুটি ভারতীয় সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরী হয়েছে ‘জওয়ান’-এর গল্প। অমিতাভ বচ্চনের সুপারডুপার হিট ছবি ‘আখেরি রাস্তা’ এবং কমল হাসানের ‘ওরু কেইদিয়িন ডায়েরি’-র রূপান্তর এই ছবি।

Shah Rukh Khan

আসলে এই দুটি ছবিতেই দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে এই দুই জনপ্রিয় সুপারস্টারকে। সূত্র মারফত জানা যাচ্ছে, ‘জওয়ান’ ছবিতেও দ্বৈত ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। শাহরুখের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা সহ বেশকিছু অভিজ্ঞ তারকাদের। এমনকি ক্যামিও চরিত্রে ধরা দেবেন দীপিকা।

Shah Rukh khan

উল্লেখ্য, ‘পাঠান’ মুক্তি পাওয়ার পরেই এই ছবির শ্যুটিং শুরু করেছিলেন শাহরুখ। ফেব্রুয়ারি মাসেই জোরকদমে কাজে লেগে পড়েন অভিনেতা। তবে কেবলমাত্র ‘জওয়ান’ নয়। রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও মুখ্য চরিত্রে ধরা দেবেন শাহরুখ। তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে।

additiya

সম্পর্কিত খবর