বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে দাসপুর এলাকায় লটারি জেতাকে কেন্দ্র করে তুমুল তুমুল শোরগোল পড়ে যায়। জানা যায় ওই এলাকার এক ব্যক্তি লটারিতে জিতেছেন পাঁচ কোটি টাকা। কিন্তু এই ব্যক্তিটি কে তার সন্ধান পাওয়া যায় না। এই ঘটনাটিকে কেন্দ্র করে দাসপুর এলাকায় প্রতিদিনই বাড়তে থাকে উত্তেজনার পারদ। দাসপুর এলাকার পাশাপাশি, সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ওই ব্যক্তির সম্বন্ধে কৌতূহল বাড়তে থাকে।
এই কোটিপতি নিখোঁজ ব্যক্তি সম্বন্ধে লটারি এজেন্সি থেকে শুরু করে বিক্রেতা, এমনকি দাসপুর এলাকার স্থানীয় বাসিন্দারাও খোঁজখবর শুরু করেন।অবশেষে পাঁচ কোটি টাকার লটারি জেতা সেই ব্যক্তির সন্ধান মিললো। জানা গেছে, এই পাঁচ কোটি টাকার লটারি জেতা ব্যক্তির নাম সুদীপ মাইতি। তিনি পেশায় সোনার গয়নার কারিগর। তিনি দাসপুরে নিজের বাড়িতেই বসবাস করেন। দাসপুরের মাতৃ লটারি এজেন্সির থেকে কিছুদিন আগে সুদীপবাবু ২০০০ টাকার ডিয়ার লটারি কেটেছিলেন।
সেই লটারিতেই সুদীপ বাবুর ভাগ্যে জুটেছে পাঁচ কোটি টাকা। কিন্তু এতগুলো টাকা লটারিতে পেয়ে তার মনে ধরে যায় ভয়। নিরুদ্দেশ হয়ে যান তিনি। লটারি এজেন্সী থেকে শুরু করে স্থানীয় মানুষজন, প্রত্যেকেই সুদীপবাবুর খোঁজ চালাতে থাকেন। কিন্তু কোথাও তার খোঁজ পায় না কেউ। অবশেষে সন্ধান চালিয়ে দেখা যায় যে এই লটারিতে জেতা কোটি কোটি টাকা মালিক সুদীপবাবু।লটারির টাকা জেতার পর তিনি এখন রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন। অধিকাংশ সময় তাকে বাড়ি থেকে অন্যত্র গিয়ে রাত কাটাতে হচ্ছে।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর