বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে রাজ্যে (West Bengal) সামনে এসেছে একের পর এক দুর্নীতি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল শিক্ষাক্ষেত্রেও ধরা পড়েছে বিরাট দুর্নীতির বিষয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রাথমিকে নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে আদালতে চলছে মামলা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত বছরের অর্থাৎ ২০২৩ সালের TET পরীক্ষার ফলাফল এবার প্রকাশিত হতে চলেছে। জানিয়ে রাখি যে, গত বছরের ২৪ ডিসেম্বর রাজ্য জুড়ে সম্পন্ন হয়েছিল TET পরীক্ষা। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ ডিসেম্বর এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরবর্তীকালে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়। এমতাবস্থায়, TET পরীক্ষার পর বেশ কয়েকটি মাস কেটে গেলেও রেজাল্ট সম্পর্কিত কোনো তথ্য জানানো হয়নি।
তবে, এবার জানা গিয়েছে যে আগামী মাস অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহেই এই পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পর্ষদ সূত্রে এটাও জানানো হয়েছে যে, এই মুহূর্তে গত বছরের পরীক্ষার চূড়ান্ত “অ্যানসার কি” তৈরির কাজ চলছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৭ মে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে টেট পরীক্ষার “অ্যানসার কি” প্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন: “তুমি বাংলাদেশের খেলোয়াড়, সেইভাবে খেল”, সাকিবের বিরুদ্ধে রেগে লাল শেহবাগ, নিজেই জানালেন কারণ
এমতাবস্থায় পর্ষদ জানিয়ে দিয়েছিল যে ওই “অ্যানসার কি”-র পরিপ্রেক্ষিতে কোনো প্রার্থী চাইলে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। পাশাপাশি, এর জন্য বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমাও। গত ১০ মে থেকে চলতি মাসের ৯ তারিখ মধ্যরাত পর্যন্ত এই সময়সীমা নির্ধারিত ছিল। আর এইভাবেই উত্তর সংক্রান্ত অভিযোগ পাওয়ার ভিত্তিতে চূড়ান্তভাবে সেগুলি খতিয়ে দেখার পর তৈরি হচ্ছে ফাইনাল “অ্যানসার কি”।
আরও পড়ুন: গুণে গুণে দিতে হবে ৭৫ হাজার টাকা! নির্বাচনের পরেই রোড ট্যাক্স আদায়ের নয়া নিয়ম বঙ্গে
জানিয়ে রাখি যে, ২০২২ সালের TET পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল পরীক্ষা হওয়ার ৬২ দিনের মধ্যে। যদিও, এবার সামগ্রিকভাবে পেরিয়ে গিয়েছে অনেক দিন। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে, “আমাদের তরফে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ‘অ্যানসার কি’-র পরিপ্রেক্ষিতে আসা মতামত এবং অন্যান্য প্রক্রিয়াগত কাজকর্ম করতে কিছুটা সময় লেগেছে। সেই কাজ দ্রুত সম্পন্ন করার পরেই পরীক্ষার ফল প্রকাশিত হবে।”