চলতি IPL-এ ফের একবার জাত চেনাচ্ছে “কুল-চা” জুটি, T-20 বিশ্বকাপের দলে পাবেন সুযোগ?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাত যতই অন্ধকার হোক তা একসময় কেটে যায় এবং তারপরেই ফুটে ওঠে ভোরের আলো। ঠিক একই রকম ভাবে দীর্ঘ অন্ধকার পর্ব কাটানোর পরে, অবশেষে ফের ছন্দে ফিরেছেন ভারতের দুই তারকা লেগস্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। সকলেই যখন ভেবে নিয়েছিল যে তাদের কেরিয়ারে শেষ, তখনই স্বমহিমায় ফিরে এসেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সাধের “কুল-চা”। আরসিবি দল থেকে বাদ পড়ার পর, চাহালকে রাজস্থান রয়্যালস নিলামে কিনে নেয়। অপরদিকে আইপিএলের গত কয়েকটি মরশুমে কেকেআরের একাদশে সুযোগ পাচ্ছিলেন না কুলদীপ। চলতি বছরের নিলামে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস।

kuldeep yadav

 

চলতি মরশুমে এখনও অবধি আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীর শিরোপা পার্পল ক্যাপ চাহালের দখলে রয়েছে। কয়েকদিন আগে তিনি লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক ওভারে চার উইকেট সহ ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে, কুলদীপ আজ রাজস্থানের বিরুদ্ধে বাটলারের হাতে বিশ্রীভাবে মার খেলেন চলতি আইপিএল সংস্করণে দুরন্ত ছন্দে রয়েছেন। এই মুহূর্তে চলা দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগে ৬ ম্যাচ খেলার পর ১৩ উইকেট ছিল তার ঝুলিতে। দুজনের দল আজ মুখোমুখি হয়েছে। কুলদীপ যাদবের জন্য দিনটি ভালো যায়নি। তিনি ৩ ওভারে মোট ৪০ রান দিয়েছেন।

Y chahal

চাহাল সম্প্রতি জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পেলেও কুলদীপ অতটা সুযোগ পাননি। কিন্তু চলতি আইপিএলে তিনি দেখিয়ে দিয়েছেন যে তার মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি আছে। টুর্নামেন্টে তিনি তার প্রাক্তন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। লিগের দ্বিতীয়ার্ধে গিয়ে, কুলদীপ পার্পল ক্যাপ জেতার দৌড়ে আছেন। আজকের দিনটি যদিও একটি ব্যতিক্রমী দিন হিসাবেই গৃহীত হবে।

ইতিমধ্যে, কুলদীপ এবং চাহাল এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাই করার জন্য নিজেদের জন্য একটি শক্তিশালী দাবি তৈরি করেছেন। আগের সংস্করণের সুপার টুয়েলভ পর্ব থেকে নক-আউটে যেতে ব্যর্থ হওয়ার পরে, মেন ইন ব্লু দলের মধ্যে অনেক কিছু নতুনভাবে করতে চাইবে। চাহাল এবং কুলদীপকে বেছে নেওয়া তাদের বিশ্বকাপ ইভেন্টের পরবর্তী সংস্করণে পরিবর্তন আনতে সাহায্য করতে পারে৷


Reetabrata Deb

সম্পর্কিত খবর