বাংলাহান্ট ডেস্ক : ৬০’র দশকে লন্ডনে প্রতিষ্ঠিত হয় দ্য রোলিং স্টোনস (The Rolling Stones)। তারপর গোটা পৃথিবীতে এই ইংলিশ ব্যান্ডটি লাভ করে তুমুল জনপ্রিয়তা। মিক জ্যাগার (গায়ক), কিথ রিচার্ডস (লিড গিটারিস্ট), ব্রায়ান জোনস (রিদম গিটারিস্ট), বিল ওয়াইম্যান (বেজ গিটারিস্ট), ইয়ান স্টুয়ার্ট (পিয়ানিস্ট) এবং চার্লি ওয়াটস (ড্রামার) পরিচিত মুখ হয়ে ওঠেন রাতারাতি।
আরোও পড়ুন : ‘তুমি সাংসদ, তুমি পারবে…’! দেবকে এই ‘বিশেষ’ উপদেশ দিয়েছিলেন শাহরুখ! এত বছর পর ফাঁস
১৯৬৫-৬৬ সালে “আই ক্যান্ট (গেট নো স্যাটিসফেকশন)” এবং “পেইন্ট ইট ব্ল্যাক” এর মতো গানগুলি সেই সময় ঝড় তোলে সংগীতপ্রেমীদের মনে।তবে বিশ্ব বিখ্যাত এই ইংলিশ ব্যান্ডের লোগো নিয়ে রয়েছে দারুণ ইতিহাস। অনেকেই হয়ত দেখেছেন দ্য রোলিং স্টোনসের বিখ্যাত সেই লাল জিভ বার করা লোগো। দ্য রোলিং স্টোনসের (The Rolling Stones) এই লোগোটিকে বলা হয় ‘টাং এন্ড লিপস লোগো।’
অনেকেরই অজানা ‘The Rolling Stones’ ব্যান্ডের লোগোর ইতিহাস
তবে এই লোগোর (Logo) সাথে যে হিন্দুদের দেবী কালীর (Maa Kali) সম্পর্ক রয়েছে সেটা কি কখনো শুনেছেন? সালটা ১৯৭০। সেই সময় এই ব্যান্ডের একটি লোগো তৈরি করার কথা মাথায় আসে। ব্যান্ডের তরফ থেকে এই লোগো তৈরি করার দায়িত্ব দেওয়া হয় লন্ডনের রয়েল কলেজ অফ আর্টের ছাত্র জন প্যাসকে। সেই সময়টাতে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে বেশ কৌতূহল বাড়ছিল মার্কিনীদের মনে।
একদিন দ্য রোলিং স্টোনসের গায়ক মিক জ্যাগার খবরের কাগজে দেখতে পেলেন লাল জিভ বার করা এক হিন্দু দেবীর ছবি। গায়ক তখনই ঠিক করে ফেললেন এই ছবিটিই হবে তাদের ব্যান্ডের (Band) লোগোর প্রধান অনুপ্রেরণা। সেইমতো জন প্যাস ডিজাইন করলেন লোগো। তারপর মা কালীর অনুপ্রেরণায় সেই জিভ বার করা লোগোই হয়ে উঠল রোলিং স্টোনসের পরিচয়।