বাংলাহান্ট ডেস্কঃ ভোর সাড়ে ছটা, তখনও ঠিক করে ঘুম ভাঙ্গেনি বেলেঘাটার (beleghata) বাসিন্দাদের। কেউ কেউ উঠেছেন, তবে ঘুমের রেশ কাটেনি অনেকেরই। যে যার নিজের কাজে ব্যস্ত রয়েছেন। আচমকাই এক বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা। হুড়মুড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলেন সকলেই।
বেলেঘাটা গান্ধী ভবনের পার্শ্ববর্তী এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় এলাকার ক্লাবঘর। তবে ঠিক কি ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। এখনও অবধি কোন হতাহতেরও খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা
সকালে বিস্ফোরণের শব্দেই সকলের ঘুম ভাঙ্গে। স্থানীয়দের ধারণা, ক্লাবেই অজুত রাখা ছিল বোমা। যার জেরেই সাত সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে ক্লাব সদস্যরা জানিয়েছেন, ভোরেই দুজন বহিরাগত বাইকে চড়ে পাড়ায় ঢোকেন। তারাই আচমকা বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় এখনও অবধি কাউকে ধরা যায়নি।
তদন্ত চলছে
দুতরফের দুরকমের মতামত থাকলেও, আসল সত্য কোনটা তা এখনও জানা যায়নি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়েই। পুলিশ তদন্ত চালাচ্ছে। কোন বাইরের সমস্যার জেরে পাড়ার ক্লাবকে টার্গেট করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ। আবার, কনস্ট্রাকশনের কারণে ক্লাবের মধ্যেও বোমা রাখা ছিল কিনা, তাও দেখা হচ্ছে।
আচমকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়েই। আতঙ্কে রয়েছেন বাসিন্দারাও। এলাকায় পুলিশি মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন মতামতের মধ্যে থেকেও আসল সত্য খুঁজে বের করতে তদন্ত করছে পুলিশ।