Aadhar Card-র নিয়মে বড় বদল আনল কেন্দ্র, এবার সরাসরি লাভ জনতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আধার কার্ড আমাদের বর্তমান জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র গুলির অন্যতম।কারণ কেন্দ্র সরকার প্রায় সমস্ত প্রকল্পগুলিকে ইতিমধ্যে আধারের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। তাই আধার কার্ড না থাকলে সরকারি সুবিধা পাওয়া মুশকিল। জানিয়ে রাখি গ্রাহকদের সুবিধার্থে এবার আধারের নিয়মে একগুচ্ছ পরিবর্তন আনলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।

এবার থেকে আধার কার্ডের ভেরিফিকেশন যাচাই করনের জন্য আর ২০ টাকা দিতে হবে না গ্রাহককে। এই মূল্য কমিয়ে ইতিমধ্যেই ৩ টাকা করা হয়েছে। গ্লোবাল ফিনটেক উৎসবে এ কথা জানিয়েছেন ইউআইডিএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৌরভ গর্গ। তিনি বলেন, “আমরা প্রতি যাচাইয়ের হার ২০ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করেছি। এর একমাত্র উদ্দেশ্য, এটি নিশ্চিত করা যে বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলি যাতে সরকারের তৈরি ডিজিটাল অবকাঠামোর আরও ভাল ব্যবহার করতে পারে।”

প্রসঙ্গত উল্লেখ্য নতুন আধার কার্ড তৈরি করতে কোন রকম খরচ করতে হয়না গ্রাহকদের। তবে আধার কার্ডের নাম ঠিকানা গত কোন ভুল থাকলে, সেক্ষেত্রে তা ঠিক করার জন্য ৫০ টাকা এবং বায়োমেট্রিক আপডেট করতে হলে সেক্ষেত্রে ১০০ টাকা দিতে হয় গ্রাহকদের। আধার কার্ডের যাচাইকরণ পদ্ধতি আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তার মূল্য এবার কমানো হয়েছে।

শুধু তাই নয় সৌরভ গর্গের তরফে এও জানানো হয়েছে যে ইউআইডিএআই গ্রাহকদের বায়োমেট্রিক কারও সাথে শেয়ার করে না এবং আশা করে যে অংশীদার কর্তৃপক্ষ রাও একই নিয়মে পালন করবেন। জানিয়ে রাখি এখনো পর্যন্ত ৯৯ কোটি কেওয়াইসি হাজার সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

সম্পর্কিত খবর

X